ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইপিএল নিলামে নিজেদের গবাদি পশু মনে হয় : উথাপ্পা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২২ ১২:৩০:০২
আইপিএল নিলামে নিজেদের গবাদি পশু মনে হয় : উথাপ্পা

এবার সেই দলে যোগ দিলেন খোদ উথাপ্পা, যিনি আগামী তিন আসরে খেলার জন্য চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েছেন ২ কোটি রুপিতে।

উথাপ্পা বলেন, ‘নিলাম ব্যবস্থাটা একটা পরীক্ষার মতো মনে হয়। আপনি অনেকদিন আগে লিখেছেন, তারপর শুধু ফলের জন্য অপেক্ষা করছেন। সত্যি বলতে আপনার নিজেকে গবাদি পশু মনে হবে। এই অনুভূতিটা মোটেও সুখকর নয়। যেন গোটা বিশ্ব আপনাকে উপভোগ করছে। পারফরম্যান্স নিয়ে মতামত এক জিনিস। কিন্তু আপনি কত টাকায় বিক্রি হতে পারেন, সেটা আরেক জিনিস।’

এই টাকার খেলায় অনেকের ঠাই হয় না। যারা দল পান না, তাদের অনুভূতি অনেক কষ্টের- দাবি উথাপ্পার।

তিনি বলেন, ‘যারা নিলামে বিক্রি হয় না, তাদের উপর দিয়ে কী যায়, তা অন্যের পক্ষে বোঝা সম্ভব নয়। সেটা কখনই সুখকর হয় না। আমার তাদের জন্য খুবই খারাপ লাগে, যারা দীর্ঘ সময় অপেক্ষা করেও দল পায় না। এটা হতাশাজনক। কেউ আপনার জন্য কতটা খরচ করতে রাজি, তার উপর ভিত্তি করে হঠাৎই ক্রিকেটার হিসেবে আপনার একটা মূল্য ঠিক হয়ে যায়।’

উথাপ্পা মনে করেন, বিসিসিআই বা ফ্র্যাঞ্চাইজি পরিচালক- কেউই বুঝতে পারছেন না এই নিলাম ব্যবস্থা ক্রিকেটারদের জন্য কতটা অপমানজনক। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে সকলে এই ব্যবস্থাটা ধরে রেখেছে। জানি না তাদের কোনো ধারণা আছে কিনা।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ