ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সিডন্স বাংলাদেশে বড় প্রভাব রাখতে পারে : তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২২ ১৪:৪৪:০৯
সিডন্স বাংলাদেশে বড় প্রভাব রাখতে পারে : তামিম

তামিমের মত তারকারা নিজেদের গড়ে তুলেছিলেন সিডন্সের অধীনেই। সিডন্স সম্পর্কে তাই ভালো করেই জানেন তামিম। তার বিশ্বাস, ‘জেমি বাংলাদেশে অনেক বড় প্রভাব রাখতে পারে। তার যে অভিজ্ঞতা আছে বা তার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আমাদের আছে… আমরা সিরিজের মধ্যে আছি তাই এই সময়টা ওর জন্য একটু কঠিন। কমবেশি যতটুক পারছে চেষ্টা করছে। তবে আমি নিশ্চিত তরুণরা ওর কাছ থেকে অনেক উপকৃত হবে।’

তবে তরুণ বা সিনিয়র- সব ক্রিকেটারকেই সিডন্সের কাছ থেকে নিজেদের দীক্ষা আদায়ের আহ্বান জানালেন তামিম। তিনি বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি- একটা কোচ ১০টা অপশন দিবে, আপনার বুঝতে হবে কোন ২-৩টি আপনার কাজে লাগবে। সবকিছু শুনলে কাজ না-ও হতে পারে। নিজের দায়িত্বে বুঝতে হবে কোনটা কাজে লাগবে, আপনি সিনিয়র জুনিয়র যে-ই হন।’

প্রধান কোচ হিসেবে এই সিরিজেও থাকছেন রাসেল ডমিঙ্গো। প্রোফাইল বিবেচনায় সিডন্স অবশ্য ডমিঙ্গোর চেয়েও সমৃদ্ধ। তবে ডমিঙ্গোর নেতৃত্বাধীন প্যানেলে কাজ করা সিডন্সের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না বলেই আশা তামিমের।

তিনি বলেন, ‘আমরা একটা দল। রাসেল হেড কোচ হয়ে সেই দলের অংশ। জেমি ব্যাটিং কোচ হয়ে এই দলের অংশ। আমার মনে হয় না এটা আমরা আলাদাভাবে চিন্তা করছি বা দেখার দরকার আছে। যারা এই সেটআপে আছে, তারা মিলেই বাংলাদেশ দল।’

‘ম্যানেজমেন্ট বলুন, খেলোয়াড় বলুন, আমরা সবাই এক। এভাবেই আমরা এগোতে চেষ্টা করব। দূরত্ব থাকলে ভালো কিছু হবে না। খেলোয়াড়- স্টাফ আমরা সবাই জানি আমরা একটি দল। ভালো খেলি খারাপ খেলি, একসাথেই থাকব আমরা।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ