ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কে হুমকি দিয়েছিলেন তাঁকে, আসল তথ্য জানালেন বাদ পড়া ঋদ্ধি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২২ ১৭:৫১:২৪
কে হুমকি দিয়েছিলেন তাঁকে, আসল তথ্য জানালেন বাদ পড়া ঋদ্ধি

ঋদ্ধিমান সাহার সাক্ষাৎকারের আশায় বসেছিলেন এক সাংবাদিক। কিন্তু তাঁকে কোনও উত্তরই দেননি বাংলার উইকেটরক্ষক। সেই রাগে ঋদ্ধিকে হুমকি দিলেন তিনি। কে সেই সাংবাদিক? সেই সাংবাদিকের পরিচয় সামনে আনবেন না বলেই জানিয়েছেন ঋদ্ধি।

এক সংবাদমাধ্যমকে ঋদ্ধি বলেন, “আমাকে বোর্ডের তরফে এখনও এই বিষয়ে যোগাযোগ করা হয়নি। যদি আমাকে নাম জিজ্ঞেস করা হয়, আমি বলব, তাঁর কেরিয়ারের ক্ষতি করার কোনও ইচ্ছা আমার নেই। তাঁকে নামিয়ে আনতে চাই না। সেই কারণেই আমি তাঁর নাম বলিনি আমার টুইটে। আমার মা-বাবা আমাকে সেই শিক্ষা দেননি। আমার টুইটের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমে এমন অনেকে আছেন যাঁরা ক্রিকেটারদের ইচ্ছেকে অবজ্ঞা করেন, সেই তথ্যটা সামনে আনা।”

ঋদ্ধি আরও বলেন, “এটা ঠিক হচ্ছে না, সেটাই আমি টুইটের মাধ্যমে বলতে চেয়েছিলাম। যিনি কাজটা করেছেন, তিনি নিজে জানেন। আমি টুইট করেছিলাম যাতে অন্য ক্রিকেটারদের এমন কিছুর মুখোমুখি হতে না হয়। আমি বলতে চাই যা হয়েছে সেটা ভুল, অন্য কেউ যেন এটা না করেন।”

শনিবার ঋদ্ধি হোয়াটসঅ্যাপ বার্তার ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কোনও এক সাংবাদিক ঋদ্ধির সাক্ষাৎকার চাইছেন। কিন্তু ঋদ্ধি তাঁকে কোনও উত্তর দেননি। তখন সেই সাংবাদিক লেখেন, ‘আমি অপমান হজম করি না। এটা আমি মনে রাখব।’ সেই টুইটে ঋদ্ধি লেখেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য আমি যা করেছি, তারপর আমার এটা প্রাপ্য ছিল একজন ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে? সাংবাদিকতা এই জায়গায় পৌঁছে গিয়েছে!’

ঋদ্ধির পাশে দাঁড়িয়ে তাঁকে নাম জানাতে বলেছিলেন প্রজ্ঞান ওঝা এবং হরভজন সিংহ। রবি শাস্ত্রী ভারতীয় বোর্ডের কাছে আবেদন করেন সেই সাংবাদিককে খুঁজে বার করার জন্য। কিন্তু ঋদ্ধি চাইছেন না সেই সাংবাদিককে সামনে আনতে। কারও কেরিয়ার শেষ করে দেওয়ার ইচ্ছা তাঁর নেই বলেই জানিয়েছেন ভারতীয় দল থেকে বাদ যাওয়া উইকেটরক্ষক।

ভারতীয় দলের ভিতরের কথা বাইরে বলা নিয়ে অনেকে ঋদ্ধির সমালোচনা করেছেন। সেই সম্পর্কে ঋদ্ধি এক সংবাদমাধ্যমে বলেন, “কোচ রাহুল দ্রাবিড় আমাকে কী বলেছেন, নির্বাচক চেতন শর্মা আমাকে কী বলেছেন সেগুলো সামনে চলে এল কী করে? শ্রীলঙ্কা সিরিজের দল নির্বাচনের আগেই সেই খবর এক সংবাদ সংস্থায় বেরিয়ে গিয়েছিল। সেটাও তো ব্যক্তিগত ছিল। সেটা কী করে সামনে এল? কেউ না কেউ তো সংবাদমাধ্যমকে জানিয়েছে। সেটা নিয়ে তো প্রশ্ন ওঠেনি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ