ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আফিফকে অধিনায়ক তামিমের চ্যালেঞ্জ, জিতলে দুইটি ব্যাট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৩ ১০:৩৮:০৪
আফিফকে অধিনায়ক তামিমের চ্যালেঞ্জ, জিতলে দুইটি ব্যাট

এরপরই আফিফকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তামিম। আর যদি তা করতে পারেন তাহলে নিজের দুইটি ব্যাট তাকে দিয়ে দিবেন বলেও জানান তামিম।

অনুশীলনের এক পর্যায়ে তামিম আফিফকে বলে বসেন, ‘একটা গেম খেলি, তোর ৬ বল, আমার ১২ রান। জিতলে ব্যাট পাবি।’

অর্থ্যাৎ আফিফের এক ওভারে ১২ রান নেওয়ার চ্যালেঞ্জ করেন তামিম। তবে তাতে সায় দেননি আফিফ।

এরপর জুনিয়র সতীর্থকে প্রভাবিত করতে বাজির দর বাড়িয়ে দেন তামিম। তামিম বলেন, ‘আচ্ছা যা, জিতলে দুই ব্যাট পাবি। আমার ১২ রান। জিতলে দুই ব্যাট।’ তবে তবুও মন গলেনি আফিফের। হাসতে হাসতে বলেন, ‘আমি খেলব না, ভাই।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ