ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আফিফ-মিরাজের ১১২ বলে ৮৫ রানের পার্টনারশিপে আশায় বুক বাঁধছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৩ ১৭:২৬:২৭
আফিফ-মিরাজের ১১২ বলে ৮৫ রানের পার্টনারশিপে আশায় বুক বাঁধছে বাংলাদেশ

তিন ব্যাটারের বিদায়ের পর অভিষেক ম্যাচে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বি ফিরেছেন রানের খাতা না খুলেই। টপ-অর্ডারের চার ব্যাটারকে ফিরিয়েছেন পেসার ফজল হক ফারুকি।

৭ ওভারে ২৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে চাপমুক্ত করতে পারেননি সাকিব আল হাসানও। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ১০ (১৫) রান করে। মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় নেন দলীয় ৪৬ রানের মাথায় রশিদ খানের বলে ক্যাচ দিয়ে।

এমন অবস্থায় দুই তরুণ ব্যাটার মেহেদী মিরাজ ও আফিফ হোসেন হাল ধরেছেন দলের। দুজনে ১১২ বলে যোগ করেছেন ৮৫ রান। আফিদ হোসেন অপরাজিত ৪৮ (৬১) ও মেহেদী মিরাজ রয়েছেন ৩৮ (৬০) রানে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৬ উইকেটে ১৩০ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ