ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ওয়ানডে বিশ্বকাপ: ১১ জন নয় ৯ জন ক্রিকেটার নিয়েই সাজানো যাবে দল ঘোষণা দিল আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৪ ১০:৫৫:০৭
ওয়ানডে বিশ্বকাপ: ১১ জন নয় ৯ জন ক্রিকেটার নিয়েই সাজানো যাবে দল ঘোষণা দিল আইসিসি

টিটলে বলেন, ‘যদি প্রয়োজন পড়ে, আমরা এই পরিবেশে প্রতি দলকে নয়জন ক্রিকেটার নিয়েই খেলার অনুমতি দেবো। যদি কোনো দল ম্যানেজম্যান্ট থেকে নারী বদলি খেলোয়াড় নামাতে চায় তবে আমরা ব্যাটিং বা বোলিং করবে না এমন দুজন বদলি খেলতে দেব, যাতে করে ম্যাচটা চালিয়ে যাওয়া যায়।’

করোনার কথা মাথায় রেখে ইতিমধ্যে দলগুলোকে ১৫ জনের স্কোয়াডের বাইরে বাড়তি তিনজন ট্রাভেলিং রিজার্ভ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে ফিকশ্চারও বদল হতে পারে, জানিয়েছেন টিটলে।

নিউজিল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। বৃহস্পতিবারই ৬ হাজারের বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে দেশটি।

আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হওয়ার কথা নারীদের ওয়ানডে বিশ্বকাপ। মাউন্ট মুঙ্গানুইতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ