ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

চমক দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা ক্রিকেটারের নাম জানালেন স্টিভ রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৪ ২০:৩০:০৩
চমক দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা ক্রিকেটারের নাম জানালেন স্টিভ রোডস

তবে নিজেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে তুলে ধরতে না পারলেও আগামী ১০ বছরে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার হবেন লিটন দাস এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডস।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ রোডসের লিটন দাসকে নিয়ে বলেন, “আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা উইকেটকিপার ব্যাটারদের একজন সে। তার কোয়ালিটি আছে। দারুণ ক্লাস আছে তার। আমি আশাবাদী আগামী ১০ বছর সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে”।

সাকিব সম্পর্কে স্টিভ রোডস বলেন, সাকিব বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্রান্ড। প্রত্যেকেই তাকে রেসপেক্ট করে। তার সক্ষমতা, অধিনায়কত্ব, সম্মুখ নেতৃত্বগুণ অনন্য। সে একজন প্রকৃত নেতা। নেতৃত্বগুণ নিয়েই তার জন্ম। কিন্তু সেও মানুষ। মাঝে মাঝে ক্লান্ত হয়, বিশ্রাম প্রয়োজন হয়। তাছাড়া বরিশাল ভালো দল। তার অধিনায়কত্বও বড় ভূমিকা রেখেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ