ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: পদত্যাগ করছেন ব্রাজিল কোচ তিতে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৬ ১৫:০১:৫৯
ব্রেকিং নিউজ: পদত্যাগ করছেন ব্রাজিল কোচ তিতে

সেই তিতের হাত ধরেই ব্রাজিল আবার ঘুড়ে দাঁড়ায় এবং নিজেদের রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবেই গড়ে তুলেছিল। কিন্ত ভাগ্যের ফেরে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় সেলেকাওরা।

ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজলেও টুর্নামেন্টে ভালো খেলার জন্য টিকে যায় টিটের চাকরি। ব্রাজিলের ইতিহাসে যা খুবই বিরল ঘটনা।

২০১৮ সালের পর আরও একটি বিশ্বকাপ এখন সামনে। চলতি বছরই কাতারে হবে এই বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের পরপরই ব্রাজিলের কোচের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন এই বর্ষিয়ান কোচ।

তিতের অধিনে ব্রাজিল এবারের বাছাই পর্বে সবার আগে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। আর বিশ্বকাপের পরপরই ব্রাজিলের কোচের পদ থেকে সরে যাবেন তিতে।

ব্রাজিলের স্পোর্টস টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আসলে এই বিষয়ে কথা বলার জন্য এটা যথোপযুক্ত সময় নয়। তবে বিষয়টি লুকাতেও চাই না। আমি বিশ্বকাপের শেষ পর্যন্ত কোচের দায়িত্বে থাকবো।”

তিতের তত্ত্বাবধানে ব্রাজিল ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জিতে। এ ছাড়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সেলেকাওদের পরাশক্তিকে পরিণত করেছেন তিনি।

২০১৮ সালের পর ২০২২ সালেও তার শিষ্যরা দাপটের সঙ্গে শীর্ষে আছে বাছাইপর্বের। তার তত্ত্বাবধানে ব্রাজিল ৫১ ম্যাচে জিতেছে ৩৩টি ম্যাচ। হেরেছে মাত্র ৫টিতে। ড্র হয়েছে বাকি ১৩টি ম্যাচ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ