ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

রেকর্ড মূল্যে বিক্রি হলো আইপিএলের স্পন্সরশীপ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ১৬:৩৪:০৬
রেকর্ড মূল্যে বিক্রি হলো আইপিএলের স্পন্সরশীপ

টাইটেল স্পন্সরশীপ বিক্রি করেই তারা ৫০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে প্রতি বছর টাটা বিসিসিআইকে দেবে ৩৩৫ কোটি রুপি করে, এর সঙ্গে এক্সিট ফিস বাবদ তাদের আরও দিতে হচ্ছে ২০০ কোটি রুপি। এর আগে আইপিএলের টাইটেল স্পন্সর বিক্রি করে কখনই এতো অর্থ আয় করেনি বিসিসিআই।

আর স্পন্সর হিসেবে এবার রুপে আর সুইগির সঙ্গে চুক্তিবদ্ধ করেছে বিসিসিআই, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই দুটি প্রতিষ্ঠানের কাছ থেকেই বিসিসিআই পেয়েছে ৮৬ কোটি রুপি।

এবারই প্রথম আইপিএলের অফিসিয়াল পার্টনার হিসেবে ৮টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে বিসিসিআই। টাইটেল স্পন্সর বাদেও বাকি পার্টনারদের কাছ থেকে ভারতীয় বোর্ডের আয় ৩০০ কোটি রুপির মতো। এর মধ্যে ড্রিম ইলেভেন ৪৮ কোটি রুপি, ইউএকাডেমী ৪৬ কোটি রুপি, ক্রেড ৪৪ কোটি রুপি দেবে বিসিসিআইকে।

এ ছাড়া আপস্টক্স ৪২ কোটি রুপি, রুপে ৪২ কোটি রুপি, সুইগি ৪২ কোটি রুপি, পেটিএম ২৮ কোটি রুপি সিয়েট ২৮ কোটি রুপি দিবে ভারতীয় বোর্ডকে। বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ নতুন স্পন্সর পাওয়ার ব্যাপারে নিশ্চিত করলেও কি পরিমাণ অর্থ তারা আয় করেছে সেটা খোলাসা করেননি তিনি।

এ প্রসঙ্গে জয় শাহ বলেছেন, ‘আইপিএলের যে নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু আছে সেটা দেখা যাচ্ছে। নতুন স্পন্সর পেয়ে আমরা খুব খুশি। মোট কত টাকা আমরা আয় করেছি সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এ বছর আমরা স্পনসরশিপ থেকে রেকর্ড অর্থ পেয়েছি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ