ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

রান আউট হচ্ছিলেন ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ১৬:৪৬:৫৯
রান আউট হচ্ছিলেন ধোনি

বৃহস্পতিবার সুরাটে সিএসকে অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্টে চলতি মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেন ধোনিরা। শুরুতেই নামেন উত্থাপ্পা। তাঁকে বেশ ছন্দে দেখাচ্ছিল। পরে মাঠে নামেন চেন্নাইয়ের অধিনায়ক। একেবারে উত্থাপ্পার সঙ্গে কিছুক্ষণ ব্যাট করেন। সিএসকের ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনটি বল খেলেছেন ধোনি। প্রথম বলে এক রান নেন। দ্বিতীয় বলে কোনও রান নেননি। তৃতীয় বলে আবার এক রান নেন। তৃতীয় বলে তো ধোনিকে রান আউটেরও চেষ্টা করা হয়। তারপর ভিডিয়ো শেষ হয়ে গিয়েছে।

নিজের ব্যাটিংয়ের মধ্যেই বোলারদের সঙ্গে কথা বলতে দেখা যায় ধোনিকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিভিন্নরকম অঙ্গিভঙ্গি করছেন ধোনি। কীভাবে বল করতে হবে, সম্ভবত সেটা বোঝাচ্ছিলেন। কোথায় বল রাখতে হবে, লাইন-লেংথ নিয়েও সম্ভবত তরুণদের টিপস দিচ্ছিলেন ক্যাপ্টেন কুল।

পঞ্চদশ আইপিএলের আগে সুরাটে অনুশীলন শুরু করেছে সিএসকে। শিবিরে যোগ দিয়েছেন ধোনিরা। এসেছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হাঙ্গার্গেকর। আগে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিয়োয় ধোনির সঙ্গে দেখা গিয়েছিল ভারতীয় তরুণ প্রতিভাকে। অনুশীলনে একেবারে বাধ্য শিষ্যের মতো হাঙ্গার্গেকরকে গুরু ধোনির পরামর্শ আত্মস্থ করতে দেখা যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ