ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সাইফউদ্দিন-রাহির বাদ পড়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ১৯:৩৬:১০
সাইফউদ্দিন-রাহির বাদ পড়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক নান্নু

তবে ২১ জনের নাম দেওয়া হলেও কে কোন গ্রেডে, তা জানানো হয়নি। কেন? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর উত্তর, ‘পরবর্তীতে গ্রেডিং ঠিক করা হবে, এটা ক্রিকেট অপারেশন্স থেকে করা হয়। এই ২১ জনকেই আমরা দিয়েছি।’

চুক্তিভুক্ত ২১ জনে সাইফউদ্দিনের না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নান্নু বলেন, ‘সাইফউদ্দিন ইনজুরিতে আছে। আপনারা জানেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ সময়ের ইনজুরিতে পড়েছে। ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। ইতিবাচক দিক হলো সুস্থ হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত। ও যখন খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য এভেইলেবল হয়ে যাবে, তখন আমরা আবার তাকে চুক্তিবদ্ধ করব।’

অন্যদিকে রাহির চুক্তির বাইরে থাকার কারণ জানাতে গিয়ে নান্নু বলেন, ‘রাহি মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারও তাকে চুক্তিবদ্ধ করতে বলব।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ