ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিসিবির নতুন চমক: মুজিববর্ষের উদযাপন কনসার্টে এ আর রহমানকে নিয়ে আসছে বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ২২:৫১:৩৪
বিসিবির নতুন চমক: মুজিববর্ষের উদযাপন কনসার্টে এ আর রহমানকে নিয়ে আসছে বিসিবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপনে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে বর্ণিল আয়োজন। মুজিববর্ষের উদযাপনে বিসিবির কনসার্টে আসছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান।

কনসার্টে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনাবেন এ আর রহমান। বিষয়টি নিশ্চিত করে বিডিক্রিকটাইমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সব কিছু ঠিক থাকবে এবং আমরা সফলভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে পারব।’

বিসিবির মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে এখনও প্রধানমন্ত্রীর উপস্থিতি চূড়ান্ত নয়। টিটু জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো খবর না এলেও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এই আয়োজনের জন্য ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কিছু ম্যাচ বিকল্প ভেন্যু ইউল্যাব মাঠে অনুষ্ঠিত হবে।

বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জানান, চলতি মাসের শেষ দিকে মিরপুর স্টেডিয়ামে মুজিববর্ষের স্থগিত হওয়া অনুষ্ঠান সম্পন্ন হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ