ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অবসর ঘোষণার আসল কারণ জানালেন লাকমল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১২ ১১:৪৬:৩১
অবসর ঘোষণার আসল কারণ জানালেন লাকমল

২০১০ সালে শ্রীলঙ্কার হয়ে টেস্ট অভিষেক হয়েছিল ৩৫ বছর বয়সি পেসার লাকমলের। তারপর থেকে লঙ্কানদের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ১৬৫ টি ম্যাচ খেলেছেন তিনি। শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে শ্রীলঙ্কা বোর্ডকে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি লাকমল। তবে হঠাৎ করে নিজের অবসরের সিদ্ধান্ত কেন? ESPN Cricinfo-কে এক সাক্ষাৎকারে লাকমল জানিয়েছেন নবীনদের জায়গা করে দিতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমি নিজের পারফরম্যান্সের প্রতি বেশি নজর দেওয়ার থেকে সবসময় ভেবেছি আমার দলের কীভাবে ভাল হয়। ১৩ বছর ধরে আমি (জাতীয় দলের হয়ে) ক্রিকেট খেলেছি। এখন আমার বয়স ৩৫। আরও দুই বছর জায়গা আঁকড়ে ধরে না রেখে নবীন কাউকে আমি আমার জায়গা ছেড়ে দিতে চাই। এটাই শ্রীলঙ্কা ক্রিকেটকে বিদায় জানানোর সঠিক সময় বলে আমার মনে হয়েছে।’

লাকমলের মতে লঙ্কানরা এই বছরে বেশিরভাগ ম্যাচই দেশের মাটিতে খেলবে। তাই সেখানে তুলনামূলক কম পেসার থাকলেও দল কাজ চালিয়ে নিতে পারবে এবং নতুনদেরও পরখ করতে পারবে। ‘আমরা সবাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখেই খেলছি। সেখানে আমাদের সবার থেকে অনেক বেশি সার্ভিসের প্রত্যাশা রয়েছে। এই বছর আমরা শ্রীলঙ্কাতেই বেশিরভাহ টেস্ট খেলব। সকলেই জানিেসেখানে আমরা মূলত স্পিন পিচ বানিয়ে থাকি। তাই যদি সেখানে এক বা দু'জন সিমারের জায়গা থাকে তাহলে সেখানে নতুন কাউকে সুযোগ দিয়ে তৈরি করার একটা বিকল্প থাকবে।’ দাবি লাকমলের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ