ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আমি ওয়ানডে ও টেস্ট নিয়েই খুশি: মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১২ ১২:০৩:১০
আমি ওয়ানডে ও টেস্ট নিয়েই খুশি: মিরাজ

ওডিআই ও টেস্টে অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও মিরাজ দীর্ঘদিন ধরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই। মিরাজ সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। তবে এখনও পর্যন্ত মাত্র ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। তবে বিপিএলের মতো প্ল্যাটফর্মে মিরাজের আবেদন কমেনি।

বার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্বও পেয়েছিলেন। বিতর্কের জন্ম দিয়ে অধিনায়কত্ব হারালেও পারফরম্যান্সে ছেদ পড়েনি। তবে মিরাজের এখনও ফেরা হয়নি টি-টোয়েন্টি দলে কিংবা টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে।

তাতে অবশ্য কোনো আক্ষেপ নেই তার। পূর্ণ মনোযোগ রাখছেন টেস্ট ও ওয়ানডেতে, যেখানে তিনি দলের তুরুপের তাস। প্রয়োজন মনে করলে নির্বাচকরাই টি-টোয়েন্টি দলে ডাকবেন, এই বিশ্বাস আছে মিরাজের।

মিরাজ বলেন, ‘আমার কাজ পারফর্ম করা। যারা নির্বাচক প্যানেলে আছেন, তারা জিনিসটা আমার চেয়ে ভালো বুঝবেন। আমি মনে করি যেটা ভালো হবে সেটাই তারা করবেন।’

‘টি-টোয়েন্টি নিয়ে এখনও সেভাবে পরিকল্পনা করা হয়নি। যেহেতু ওয়ানডে ও টেস্ট খেলছি, এই দুইটাতেই মনোযোগ রাখছি। যদি সুযোগ আসে, আমাকে টি-টোয়েন্টি খেলার উপযোগী মনে করেন, তাহলে সামনে হয়ত দেখতে পাবেন। এখন ওয়ানডে ও টেস্ট নিয়েই খুশি।’– বলেন মিরাজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ