ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আবারো ব্যর্থ বিরাট কোহলি, প্রথম ইনিংসে অলআউট হয়েছে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১২ ২১:৩৩:০১
আবারো ব্যর্থ বিরাট কোহলি, প্রথম ইনিংসে অলআউট হয়েছে ভারত

মাত্র ৪ রান করেই আউট হন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। আর দলনেতা ও ওপেনার রোহিত শর্মা আউট হওয়ার আগে করেন ১৫ রান। তৃতীয় উইকেটে দলের হাল ধরার চেষ্টা চালান হানুমা বিহারি এবং বিরাট কোহলি। প্রথমদিকে দেখে-শুনে ব্যাট করলেও জুটিটা খুব একটা বড় করা হয়নি।

ব্যক্তিগত ২৩ রানে আউট হন কোহলি। আর আউট হওয়ার আগে ৩১ রান করেন হানুমা বিহারি। পরের উইকেটে ব্যাট করতে নেমে ৩৯ রান করেন রিশাব পান্ত।এরপর সবাই আসা-যাওয়া করলেও একাই লড়তে থাকেন শ্রেয়াস আইয়ার।

টুকটুক করে খেলে যান শেষ পর্যন্ত। এই যাত্রা পথে পাঁচজন ব্যাটারের সাক্ষাৎ পান তিনি। ৪ রানে রবিন্দ্রো জাদেজা, ১৩ রানে অশ্বিন, ৯ রানে অক্ষর প্যাটেল এবং ৫ রানে আউট হন মোহাম্মদ সামি। এদিকে দশম উইকেটে গিয়ে আউট হন আইয়ার। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন এই ভারতীয় ব্যাটার। কিন্তু নার্ভাস নাইনটিতে থামেন তিনি।

আউট হওয়ার পূর্বে করেন ৯২ রান। ৯৮ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার এবং চারটি ছয়ে সাজানো। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন লাসিথ এম্বুলদেনিয়া এবং প্রবীণ জয়াবিক্রমা। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা দুটি এবং সুরাঙ্গা লাকমাল একটি করে উইকেট পেয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ