ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

খাজা ১৬০, ক্যারি ৯৩, স্মিথ ৭২, লায়ন ৩৮, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৩ ১৮:৪৯:২৮
খাজা ১৬০, ক্যারি ৯৩, স্মিথ ৭২, লায়ন ৩৮, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

৩ উইকেটে ২৫১ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন উসমান খাজা ও নাথান লায়ন। নাইটওয়াচম্যান লায়ন ব্যাট হাতেও ভালো অবদান রেখেছেন। ৬২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এই স্পিনার। লায়নের ব্যাট থেকে আসে পাঁচটি বাউন্ডারি। ফাহিম আশরাফের বলে লায়ন বোল্ড হলে ভেঙে যায় এই জুটি।

লায়ন ফেরার পর ট্রেভিস হেডকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন খাজা। ৪৮ বলে ২৩ রান করে সাজিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান হেড। ক্যামেরন গ্রীনের সাথে আর ১৩ রান যোগ করতেই মৃত্যু ঘটে খাজার চমৎকার ইনিংসের। ৩৬৯টি বল মোকাবেলা করে খাজা করেন ১৬০ রান। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও একটি ছক্কা।

খাজার পর বড় ইনিংস খেলেছেন অ্যালেক্স ক্যারি। সপ্তম উইকেটে ক্যারির সাথে ৪৫ রানের জুটি গড়েন গ্রীন। ৭৩ বলে ২৮ রান করে নোমান আলির বলে বোল্ড হন গ্রীন। মিচেল স্টার্কও ক্যারিকে যোগ্য সঙ্গ দেন। তবে শতকের খুব কাছে গিয়েও তা হাতছাড়া করে ফেলেন ক্যারি। পার্টটাইমার বাবর আজমের বলে বোল্ড হন তিনি। ক্যারি ১৫৯ বলে খেলে করেন ৯৩ রান। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুইটি ছক্কা।

ক্যারি আউট হওয়ার সাথেসাথে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘটে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৫০৫ রান। ৯৫ বলে ২৮ রান নিয়ে ক্রিজে আছেন স্টার্ক, সাথে আছেন অধিনায়ক প্যাট কামিন্স।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ৫০৫/৮ (১৮০ ওভার)

খাজা ১৬০, ক্যারি ৯৩, স্মিথ ৭২, লায়ন ৩৮;

ফাহিম ২/৫৫, সাজিদ ২/১৪৬।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ