ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ক্রিকেট ইতিহাস পাল্টে দিয়ে ৪০ বছরের রেকর্ড ভেঙে টেস্টে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন রিষভ প্যান্ট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৩ ২০:৩২:২৫
ক্রিকেট ইতিহাস পাল্টে দিয়ে ৪০ বছরের রেকর্ড ভেঙে টেস্টে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন রিষভ প্যান্ট

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ২৬ বলে আক্রমণাত্মক ৩৯ রান করলেও অর্ধশতরান হাতছাড়া হয়েছিল পন্তের। তবে দ্বিতীয় ইনিংসে সেই সুযোগ হাতছাড়া করলেন না তিনি। মাত্র ২৮ বলেই নিজের অর্ধশতরান পূরণ করে ফেললেন তারকা ভারতীয় ব্যাটার।

ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে এটাই দ্রুততম অর্ধশতরান। পান্ট ৪০ বছর পুরনো কপিল দেবের রেকর্ড ভাঙলেন এই ইনিংসে। কপিল ১৯৮২ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে নিজের অর্ধশতরান করেছিলেন। তার দুই বল আগেই পন্ত সেই কীর্তি করে দেখালেন। এছাড়া কোনো উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এটাই দ্রুততম ফিফটির রেকর্ড।

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালের শার্দুল ঠাকুরও এই রেকর্ড ভাঙার কাছাকাছি চলে আসেন। তবে ৩১ বলে ৫০ করে অল্পের জন্য তা হাতছাড়া হয় তাঁর। এছাড়া বীরেন্দ্র সেহওয়াগ চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধেই ২০০৮ সালে ৩২ বলে ৫০ রান করেন, যা এই তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবশ্য দ্রুততম ফিফটির রেকর্ডটি পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ বলে ৫০ করেছিলেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ