ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আমরা আজ ইতিহাস গড়েছি: অধিনায়ক জ্যোতি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৪ ১৪:০৫:৩৮
আমরা আজ ইতিহাস গড়েছি: অধিনায়ক জ্যোতি

ওয়ানডে বিশ্বকাপে মাত্র তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নেওয়ার পর অধিনায়ক জ্যোতিও বুঝতে পারছেন, ইতিহাস গড়েছেন তারা। তবে এই জয়ের পর অনুভূতি বোঝানোর ভাষা জানা নেই তার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি (এই অনুভূতি) ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বকাপে আমাদের প্রথম জয় এটি। আমরা আজ ইতিহাস গড়েছি। আমরা এই মোমেন্টার বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে ধরে রাখতে চাই।’

চলতি আসরে বাংলাদেশের প্রথম দুইটি ম্যাচে একাদশে ছিলেন না লেগস্পিনার ফাহিমা খাতুন। এই ম্যাচে দলে ফিরেই বাজিমাত করেছেন তিনি। ফাহিমার ৩৮ রানে ৩ উইকেটের সুবাদেই ম্যাচের নিয়ন্ত্রণ পায় বাংলাদেশ। ফলে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

ফাহিমাকে একাদশে নেওয়ার পেছনে কী চিন্তা ছিল জানিয়ে জ্যোতি বলেন, ‘আমি এই মাঠে আগের দুই ম্যাচ দেখেছি। সেখানে স্পিনাররাই আধিপত্য বিস্তার করেছে। তাই আমরা ভেবেছি, সে (ফাহিমা খাতুন) যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে আমরা তাকে ভালোভাবে ব্যবহার করতে পারবো।’

পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো বাংলাদেশ। চেনা প্রতিপক্ষকে হারানোর বিষয়ে জ্যোতির ভাষ্য, ‘আমরা পাকিস্তান দলকে খুব ভালোভাবে চিনি। ওদের বিপক্ষে অনেকবার খেলেছি। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচে আমরা শেষ ওভারে জিতেছি।’

এ জয়ের আত্মবিশ্বাস সামনের দিনগুলোতেও কাজে লাগানোর আশা বাংলাদেশ অধিনায়কের, ‘যেকোনো জয়ই অনেক আত্মবিশ্বাস দেয়। এই মোমেন্টামই আমরা খুঁজছিলাম। আমাদের দলটা খুব ভালো এবং সবসময় উন্নতি করছে। আমরা জানি যে আমাদের বেশ ভালো সামর্থ্য রয়েছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ