ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ওসাসুনা ও বার্সেলোনার ম্যাচে গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৪ ১৪:৫৫:৫৭
ওসাসুনা ও বার্সেলোনার ম্যাচে গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব

লা লিগার ম্যাচে রোববার রাতে ন্যু ক্যাম্পে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। এ নিয়ে লা লিগায় টানা চার জয় পেল বার্সা। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে আসলো ক্লাবটি।

ঘরের মাঠে বার্সেলোনার সামনে কোনও পাত্তাই পায়নি ওসাসুনা। ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে ছিল বার্সার। এমনকি ওসাসুনার বিপক্ষে মোট ২৪টি আক্রমণ করে জাভির দল। যারমধ্যে ৯টি শট রাখে গোলমুখে। বিপরীতে পুরো ম্যাচে মাত্র ৪টি আক্রমণ গড়তে পারে ওসাসুনা।

ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে স্বাগতিকরা। ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন ফেররান তোরেস। ছয় মিনিট পর এই স্ট্রাইকার উসমান দেম্বেলের দারুণ অ্যাসিস্টে নিজের জোড়া গোলে ব্যবধান ২-০ করেন।

ম্যাচের ২৭ মিনিটের মাথায় দেম্বেলে আবারও গোল তৈরিতে সহায়তা করেন। শুরুর একাদশে থাকা দেম্বেলের আরেকটি দারুণ পাসে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন পিয়েরে এমেরিক অবামেয়াং। লা লিগায় সর্বশেষ ছয় ম্যাচে পাঁচ গোল পেলেন সাবেক এই গানার অধিনায়ক।

লা লিগায় নিজের সবশেষ চার ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট করলেন দেম্বেলে, ২০২২ সালে প্রতিযোগিতাটিতে যা যৌথভাবে সর্বোচ্চ। যেখানে বার্সেলোনার হয়ে তার আগের ৪৫ লিগ ম্যাচ মিলিয়ে অ্যাসিস্ট ছিল পাঁচটি।

প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে থাকা বার্সা ম্যাচের ৫৫তম মিনিটে গোলের হালি পূর্ণ করতে পারতো। তবে জেরার্ড পিকের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। তবে ম্যাচের ৭৫তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন রিকি পুইগ।

২৭ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তিনে উঠে আসলো বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ