ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: ম্যাচ হেরে সরাসরি যে কারণকে দুষলেন অধিনায়ক তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২০ ২২:১৪:৫৩
ব্রেকিং নিউজ: ম্যাচ হেরে সরাসরি যে কারণকে দুষলেন অধিনায়ক তামিম

বিশাল ব্যবধানে ম্যাচ হেরে তামিম বলেন,‘আসলে আসরা যে প্রত্যাশা করেছিলাম।উইকেট সেই প্রত্যাশা অনুযায়ী ছিল না। পেস এবং বাউন্সে আমরা সুবিধা করতে পারেনি। আমরা ব্যাটিংয়ে ভুল করেছি এবং তারা ভালো বোলিং করেছে।

আমরা দ্রত উইকেট হারিয়েছি। মাঝে ওভার গুলোতে আমরা আরও বেশি রান করতে পারতাম। শুরুতে উইকেট হারিয়ে আমরা চাপে পড়ছিলাম। সেখান থেকে আমরা ১৯৪ রান করেছিলাম। হারের জন্য দিনের শেষে, আমরা অনেক কিছুকে দোষ দিতে পারি কিন্তু আমরা খারাপ খেলেছি।আমাদের রান যদি ২৩০-২৪০ হত তাহলে সিচুয়েশন ভিন্ন হতে পারত। ’

টস নিয়ে তামিম আরও বলেন,‘আপাতদৃষ্টিতে, টস জিতে ব্যাটিং না করে বোলিংয়ে ভালো হতো আমাদের। পাওয়ারপ্লেতে বোলারদের উপর ডি ককের আক্রমণে বাংলাদেশের বোলাররা হতবাক হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলাররা পিচের সাহায্যে বাউন্সকে কাজে লাগাতে পেরেছে।

তবে টপঅর্ডারের ব্যর্থতার দিনে আফিফ হোসেন ও মিরাজের অসাধারণ ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ন তামিম ইকবাল। তিনি বলেন,‘দ্রত উইকেট হারিয়ে বিপর্যয়ে তারা যেভাসে ব্যাটিং করেছে সত্যি আমি খুশি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ