ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে গেলো ইমরুল কায়েসরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২২ ১৮:১৫:৪৯
অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে গেলো ইমরুল কায়েসরা

টস হেরে ব্যাট করতে নেমে একটা সময় ১ উইকেটে ৬৬ রান থাকলেও পরে বিপর্যয়ে পড়ে শেখ জামাল। সাইফ হাসান ২০ আর ইমরুল কায়েস ৩৯ করে ফেরার পর একটা প্রান্ত ধরে ছিলেন রবিউল ইসলাম রবি। কিন্তু বাকি ব্যাটারদের কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত নবম ব্যাটার হিসেবে ৪৮ রান করে আউট হন রবি। শেখ জামাল গুটিয়ে যায় ৩৬.৪ ওভারেই।

জবাবে একটা সময় সহজ জয়ের পথেই ছিল শাইনপুকুর। ৩ উইকেটে ছিল ৮৭ রান। তবে মাহিদুল অঙ্কন (৩১), তাসামুল হক (২৪), সিকান্দার রাজারা (১৩) সেট হয়ে আউট হলে হঠাৎ বিপদে পড়ে দলটি। শেখ জামালের দুই স্পিনার সানজামুল ইসলাম এবং তাইবুর রহমানের ঘূর্ণির মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে তারা।

সানজামুল একাই নেন ৪ উইকেট। তাইবুর নেন ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন পারভেজ রসুল, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং সাইফ হাসান। সাজ্জাদুল হক রিপন একা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। ৪৫ বলে ৩৮ রানে অপরাজিতই থেকে যান তিনি। ১৩২ রানে থামে শাইনপুকুরের ইনিংস। সানজামুল ইসলাম জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ