ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অবশেষে নতুন কোচ পেল তামিমরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২২ ১৯:১৫:১৯
অবশেষে নতুন কোচ পেল তামিমরা

তবে ২০২৩ পর্যন্ত চুক্তিবদ্ধ ম্যাকডারমট দলের সাথে যোগ দেওয়ার আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর দল দুটি ওয়ানডে খেলে ফেললেও তাকে থাকতে হয়েছে আইসোলেশনে। অবশেষে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেয়ে ম্যাকডারমট যোগ দিচ্ছেন দলের সাথে।

তৃতীয় ওয়ানডের আগের দিন মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলনে থাকছেন ম্যাকডারমট। বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল সাবেক ফিল্ডিং কোচের কার্যকারিতা নিয়ে। সাম্প্রতিক সময়েও ফিল্ডিং নিয়ে নানা অসন্তোষের জন্ম হয়। ম্যাকডারমটের উপস্থিতি ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি এনে দিতে পারে কি না, তা-ই এখন দেখার বিষয়।

৪১ বছর বয়সী ম্যাকডারমট আগেও বিসিবির সাথে কাজ করেছেন, কাজ করেছেন বাংলাদেশ দলেও। জাতীয় একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ইউনিটের ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে কাটিয়েছেন তিনি। শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। স্বল্পমেয়াদী দায়িত্বে ফিল্ডিং কোচ ছিলেন অজিদেরও।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ