ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

চমক দিয়ে গুজরাটের সহ-অধিনায়কের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৮ ০৯:৪৭:২৫
চমক দিয়ে গুজরাটের সহ-অধিনায়কের নাম ঘোষণা

রবিবার (২৭ মার্চ) রশিদকে দলের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে দলটি। আফগানিস্তানকে অতীতে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন রশিদ। তার অধীনে আফগানরা পেয়েছে একটি করে টেস্ট ও ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচে।

বিসিসিআই জানিয়েছিল, নতুন ফ্র্যাঞ্চাইজিরা যে ৩ ক্রিকেটারকে দলে নেবে, তাদের ক্রমানুযায়ী ১৫ কোটি, ১১ কোটি ও ৭ কোটি রুপি পারিশ্রমিক দিতে হবে। প্রথমবারের মত খেলতে যাওয়া গুজরাটকেও তিন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারণ করতে হত এই ক্রম অনুযায়ী। তবে দলটি রশিদকে দিচ্ছে ১৫ কোটি রুপি, যে পরিমাণ অর্থ পাবেন অধিনায়ক হার্দিকও।

রশিদের দল গুজরাটে এবার প্রাধান্য পেয়েছেন আফগান ক্রিকেটাররা। তিনি ছাড়াও নূর আহমেদ ও রহমানউল্লাহ গুরবাজ খেলবেন গুজরাটের হয়ে।

একনজরে গুজরাট টাইটান্স স্কোয়াড

রবিশ্রীনিবাসন সাই কিশোর, শুবমান গিল, দর্শন নালকান্দে, সাই সুদর্শন, যশ দয়াল, নূর আহমেদ, ম্যাথু ওয়েড, প্রদীপ সাংওয়ান, ঋদ্ধিমান সাহা, রহমানউল্লাহ গুরবাজ, ডেভিড মিলার, বরুণ অ্যারন, রাহুল তেভাটিয়া, জয়ন্ত যাদব, বিজয় সংকর, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন, গুরকিরাত সিং মান, হার্দিক পান্ডিয়া, আলজারি জোসেফ, অভিনব মনোহর, রশিদ খান ও ডমিনিক ড্র্যাকস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ