ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

চরম দু:সংবাদ : দ্বিতীয় ম্যাচের আগেই দেশে ফিরছেন দলের অন্যতম দুই পেসার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৩ ১৯:৪৯:০৭
চরম দু:সংবাদ : দ্বিতীয় ম্যাচের আগেই দেশে ফিরছেন দলের অন্যতম দুই পেসার

ইনজুরির কারণে প্রথম শেষেই দেশে ফিরে আসবেন দলের দুই পেসার তাসকিন ও শরিফুল। তবে স্কোয়াডে আরও চার পেসার থাকায় নতুন কাউকে নেওয়া হবে না। রোববার বাংলাদেশের বোলিং ইনিংসে খুব বেশি বোলিং করেননি তাসকিন। তাকে আক্রমণে আনাও হয় অনেক পরে। এখন পর্যন্ত খেলা হওয়া ৫৭ ওভারের মধ্যে মাত্র ৫ ওভার করেছেন তিনি।

তবে নিয়েছেন একটি উইকেট। মূলত পিঠের চোটের কারণে তার পূর্ণ সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। দুই পেসারের বিষয়ে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ইএসপিএন ক্রিকইনফোকে মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘এই ম্যাচের পর দেশে ফিরে আসছে তাসকিন ও শরিফুল। তারা ফেরার পর আমরা তাদের অবস্থা পর্যবেক্ষণ করবো।

তাসকিন কীভাবে চোট পেলো তা বোঝার চেষ্টা করছি আমরা।’ একসঙ্গে দুজন পেসারকে ফিরে এলে নতুন কাউকে নেওয়া হবে কি না এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সেই প্রশ্ন ওঠার আগেই নান্নু জানিয়ে দিয়েছেন, ‘আমাদের স্কোয়াডে আরও চারজন পেসার আছে। তাই আমাদের ভারসাম্য ঠিক আছে।’

তাসকিন-শরিফুল ছাড়াও দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকা অন্য চার পেসার হলেন ডারবান টেস্টে খেলতে থাকা এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ এবং আবু জায়েদ চৌধুরী রাহি ও শহিদুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে এ দুজনের ভাগ্য খুলতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ