ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, ১০ চার ও ১ ছক্কায় আশরাফুলের ব্যাটিং ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৫ ১২:০১:৫৪
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, ১০ চার ও ১ ছক্কায় আশরাফুলের ব্যাটিং ঝড়

বিকেএসপিতে সাভারের তিন নম্বর মাঠে টস জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠায় ডিপিএলে নতুন দল রূপগঞ্জ টাইগার্স। ব্যাটিং পেয়ে শুরুতেই উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড গড়েন দুই ব্যাটার আশরাফুল ও মাইশুকুর।

রূপগঞ্জ টাইগার্সে জাতীয় দলে খেলা নাসুম, ফরহাদ, এনামুল জুনিয়ররা থাকলেও তাঁদের জ্বলে উঠার সুযোগ দেননি ব্রাদার্সের দুই ব্যাটার আশরাফুল ও মাইশুকুর।

রূপগঞ্জ টাইগার্সে জাতীয় দলে খেলা নাসুম, ফরহাদ, এনামুল জুনিয়ররা থাকলেও তাঁদের জ্বলে উঠার সুযোগ দেননি ব্রাদার্সের দুই ব্যাটার আশরাফুল ও মাইশুকুর। আশরাফুলের অর্ধশতকটি আসে খুবই ধীর গতিতে। ৭৭ বলে অর্ধশতক হাঁকান তিনি।

তার পরেই পঞ্চাশ পূর্ণ করেন মাইশুকুরও। এ দুজনের জুটি ভাঙে দলীয় ১৫০ রানে। মাইশুকুর বিদায় নেন ৬৮ রান করে। মাইশুকুর আউট হলেও নিজের ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যান ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক আশরাফুল। সেঞ্চুরি করতে রূপগঞ্জ টাইগার্স বোলারদের বিরুদ্ধে কিছুটা চড়াও হতে দেখা যায় তাঁকে।

এবারের মৌসুমের সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরিটি আসে ৩৯তম ওভারে। নাসুমের করা সেই ওভারটির প্রথম বলে এক রান নিয়ে এবারের মৌসুমের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ব্রাদার্স ইউনিয়নের এ অধিনায়ক। সেঞ্চুরি হাঁকাতে আশরাফুল বল মোকাবিলা করেছেন ১১০টি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ