ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৮ ১৬:৩৬:২২
প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোটা সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই দুই ওপেনার অধিনায়ক ডিন এলগার ও সারেল আরউই খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। দলীয় ৫২ রানে আরউইকে শিকার করেন খালেদ আহমেদ। ৪০ বলে ২৪ রান করে তালুবন্দী হন উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

এরপর অবশ্য প্রোটিয়াদের আর কোনো বিপদ ঘটেনি। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার, তাতে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৭ রান। ওভার প্রতি রান উঠেছে ৩.৮২ হারে। প্রথম টেস্টে জোড়া অর্ধশতক হাঁকানো এলগার ৮০ বলে ৫৯ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী ৪৮ বলে ২৪ রান করে অপরাজিত কিগান পিটারসেন।

আরউইকে অবশ্য আরও আগেই সাজঘরে ফেরাতে পারত বাংলাদেশ। তৃতীয় ওভারের চতুর্থ বলে খালেদের বল আরউইয়ের প্যাডে আঘাত করে। তবে অধিনায়ক মুমিনুল হক রিভিউ নেননি। পরবর্তীতে দেখা যায়, রিভিউ নিলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসত। খালেদ অবশ্য রিভিউয়ের জন্য মরিয়াই ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ১০৭/১ (২৮ ওভার)এলগার ৫৯*, পিটারসেন ২৪*, আরউই ২৪খালেদ ৩৮/১

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ