ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ভবিষ্যৎবানী: ব্রাজিল নাকি আর্জেন্টিনা, দেখেনিন যার হাতে উঠতে পারে কাতার বিশ্বকাপ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৪ ১৩:০০:২৭
ভবিষ্যৎবানী: ব্রাজিল নাকি আর্জেন্টিনা, দেখেনিন যার হাতে উঠতে পারে কাতার বিশ্বকাপ

তবে দেশের সব সমর্থকদের হতাশ করে দুই দশকেরও বেশি সময় ধরে এ দুই দলের একজনও বিশ্বকাপ স্পর্শ করতে পারেনি। এবার কি তাহলে সেই আক্ষেপ ঘুচবে? ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই অবশ্য বিগত কোপা আমেরিকা ফাইনালে দেখা গিয়েছে। ফেভারিট তকমা নিয়ে ব্রাজিল খেলতে নামলেও শেষ হাসিটা হেসেছেন আর্জেন্টাইনরা। দু'দল মুখোমুখি হলে এবার তাহলে কার পাল্লাটা ভারী হবে? বিশ্বকাপ শুরুর এত আগে বিশ্বকাপ কে জিতবে এটা বিশ্লেষণ করা কঠিন।

তবে এবারের বিশ্বকাপ জেতার বেশ ভালো সম্ভাবনা রয়েছে এ দুই দলের। গ্রুপ জি তে রয়েছে ব্রাজিলের অবস্থান। ব্রাজিলের গ্রুপটি সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে সহজ গ্রুপ। অনায়াসেই গ্রুপ পর্ব পেরিয়ে যাবেন ব্রাজিলিয়ানরা। ব্রাজিলের গ্রুপে রয়েছে সার্বিয়া সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। ব্রাজিলিয়ানদের সাথে সুইজারল্যান্ডের পরবর্তী গ্রুপে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি।

গ্রুপ সি তে রয়েছে আর্জেন্টাইনদের অবস্থান। ব্রাজিলের মতো অত সহজ গ্রুপ না হলেও আর্জেন্টিনাও গ্রুপ পর্বে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়বে না। গ্রুপ সি তে আর্জেন্টিনার পাশাপাশি রয়েছে সৌদি আরব মেক্সিকো এবং পোল্যান্ড। তিন দলের সাথেই হেসে খেলে জেতার কথা আর্জেন্টাইনদের। একসময়ে বেশ শক্তিশালী দল হলেও মেক্সিকো এখন আর সেই আগের দল নেই। ফলে আর্জেন্টিনার সাথে পরবর্তী রাউন্ডের টিকেট কাটতে মেক্সিকো এবং পোল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

অভিজ্ঞতা এবং সামর্থ্য বিচারে মেক্সিকোই ফেভারিট থাকবে। ব্রাজিল-আর্জেন্টিনা দুদলেরই গ্রুপ পর্বে তেমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হচ্ছে না। রাউন্ড অফ সিক্সটিন এবং কোয়ার্টার-ফাইনালে ও হয়তো ভালো করবেন দু'দলই। তবে চ্যালেঞ্জটা মূলত শুরু হবে এরপর থেকেই। বিগত দুই দশকে ব্রাজিল এবং আর্জেন্টিনা অধিকাংশ সময়ে সেমিফাইনাল থেকে খুব একটা ভালো ফুটবল খেলতে পারছেন না। যদিও ২০১৪ বিশ্বকাপে ফাইনাল খেলেছিল আর্জেন্টাইনরা।

জার্মানি,স্পেন,ফ্রান্স,বেলজিয়াম, ইংল্যান্ড বিশ্বকাপ জেতার মতো দল তো অনেক রয়েছে। তবে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে যেকোনো একটি দল এবারের বিশ্বকাপ জিতুক এটাই প্রত্যাশা থাকবে বাঙালি সমর্থকদের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ