ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ডিপিএলে ছক্কার বৃষ্টি, বিজয় ৩৬, মোসাদ্দেক ২৭, সিকান্দার রাজা ২২, আকবর আলীর ২০ ছক্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৩ ১৭:১২:৪৯
ডিপিএলে ছক্কার বৃষ্টি, বিজয় ৩৬, মোসাদ্দেক ২৭, সিকান্দার রাজা ২২, আকবর আলীর ২০ ছক্কা

টুর্নামেন্ট ৮৭৮ রান করা এই ব্যাটসম্যান ছক্কা মেরেছেন ৩৬টি। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। মোসাদ্দেক ছক্কা মেরেছেন সাতাশটি। প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন মোসাদ্দেক। নির্বাচকরা বিতর্কিত কিছু কারণে তাকে বিবেচনার বাইরে রাখলেও পারফরম্যান্স দিয়ে ঠিকই জাতীয় দলের দরজা নাড়ছেন এই ব্যাটসম্যান।

বাইশটি ছক্কা মেরে তৃতীয় স্থানে অবস্থান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক সিকান্দার রাজার। অনুমিতভাবেই লিস্টে জায়গা পাওয়ার কথা এ ব্যাটসম্যানের। শুধু জিম্বাবুয়েরই নয় বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল মিডল অর্ডার ব্যাটসম্যান সিকান্দার রাজা। ২০টি ছক্কা মেরে লিস্টে চতুর্থ স্থানে রয়েছেন গাজী গ্রুপের অধিনায়ক আকবর আলী। এবারের লিগে অধিনায়কত্বের সাথে ব্যাট হাতেও সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই ব্যাটসম্যান। মোহামেডানের বিপক্ষে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আকবর। ২০টি ছক্কা মেরে আকবর আলীর সাথে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন জনি।

আন্তর্জাতিক অঙ্গনে অপরিচিত হলেও ঘরোয়া ক্রিকেটে বেশ খ্যাতি রয়েছে এই ব্যাটসম্যানের। ১৪ টি ছয় মেরে পঞ্চম স্থানে রয়েছেন সাব্বির রহমান। একসময়কার জাতীয় দলের অটোমেটিক চয়েজ এই ব্যাটসম্যান এবারের প্রিমিয়ার লিগে দিচ্ছেন ফিরে আসার আভাস। লীগ পর্বে পারফরম্যান্স সাদামাটা থাকলেও সুপার লিগে জ্বলে উঠেছে সাব্বিরের ব্যাট। সুপার লিগে খেলেছেন ১২৫ রানের অনবদ্য এক ইনিংস।

সব মিলিয়ে শীর্ষ পাঁচে থাকা ৪ ব্যাটসম্যানেরই ভবিষ্যতে জাতীয় দলের সার্ভিস দেওয়ার সম্ভাবনা রয়েছে। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী এবং সাব্বির রহমানদের শীর্ষে থাকাটা নিঃসন্দেহে নির্বাচকদের স্বস্তি দিবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি খেলাটাই এখন অনেকটুকু পেশী শক্তির উপর নির্ভর করে।হয়তো ছক্কা মারতে পারদর্শী এমন ক্রিকেটারদেরই বর্তমানে রাডারে রাখতে চাইবে নির্বাচকেরা। সে ক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগের এ পারফরম্যান্সকে ও নিশ্চয়ই বিবেচনায় রাখবেন নির্বাচক প্যানেল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ