ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

হরভজন উমরানকে জাতীয় দলে দেখতে চান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৭ ১৪:০০:৩৯
হরভজন উমরানকে জাতীয় দলে দেখতে চান

প্রতিটি ম্যাচে ১৪৫ থেকে ১৫০ গতিবেগে বল করে যাচ্ছেন উমরান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি গতিতে (১৫৬.৯ কিমি গতিবেগে) করা বলটিও করেছেন তিনি।

উমরান প্রসঙ্গে হরভজন বলেন, 'উমরান এবার আমার প্রিয় বোলার। ভারত জাতীয় দলে আমি ওকে দেখতে চাই। বুমরাহর সঙ্গে (জাসপ্রিত) জুটি বেধে বল করুক। বিশ্বে এমন কোন বোলার নেই যে ১৫০ কিমি বেগে বোলিং করে কিন্তু দেশের হয়ে খেলে না। ওকে ডাকবে কিনা জানি না। আমি নির্বাচক হলে উমরানকে নিতাম।'

আইপিএলের গত আসরেই লাইমলাইটে আসেন উমরান। সেটিই ছিল তার প্রথম আইপিএল। তার গতির ঝড়ে মুগ্ধ হয়ে তাকে রিটেইন করে হায়দরাবাদ। এবারের আসরে নিয়মিতই খেলছেন উমরান।

আসরে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন। এর মধ্যে এক ম্যাচে পাঁচ উইকেট এবং আরেকটি ম্যাচে চার উইকেট করে নেন ২২ বছর বয়সী ডানহাতি এই পেসার।

অবশ্য দ্রুতগতিতে বোলিং করে থাকলেও আইপিএলে বেশীরভাগ সময়েই খরুচে বোলিং করছেন উমরান। তার ইকোনমি রেট প্রায় ৯ ছুঁয়েছে (৮.৯২)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ