ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাদিও মানের ইনজুরি নিয়ে জানা গেল নতুন খবর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১২ ১২:৫৭:৩৭
সাদিও মানের ইনজুরি নিয়ে জানা গেল নতুন খবর

খেলতে না পারলেও দলে থাকলে মানের কারণে উজ্জীবিত হবেন বাকি ফুটবলাররা, এ কারণেই হয়তো বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে দলে রেখেছেন কোচ। আলিউ সিসে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ফুটবল ফেডারেশন থেকে তার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একজন ডাক্তারও পাঠিয়েছি।’

কোচের মনে মানে হচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষাও করতে রাজি আছেন তারা। সিসে আরও বলেন, ‘আশা করি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সে আরো উন্নতি করবে। আমরা তাকে নিয়ে আশাবাদী।’

ওয়েডরা ব্রেমেনের বিপক্ষে ৬-১ গোলে জিতেছিল বায়ার্ন মিউনিখ। তবে, প্রথমার্ধেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিলো মানেকে। বায়ার্ন জানিয়েছে, ডান পাশের মাংশ পেশির উপরের অংশে (হেড অব রাইট ফেবুলা) আঘাত লেগেছে মানের। কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে সেনেগাল এবং ২১ নভেম্বর তারা প্রথম মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

কাতার বিশ্বকাপে সেনেগাল দল

গোলরক্ষক : এদুয়ার্দ মেন্দি, আলফ্রেড গোমিস ও সেনি দিয়াং।

রক্ষণভাগ : কালিদু কৌলিবালি, আবু সিসে, আবদো দিয়াল্লো, ফোদে বাল্লো, ইউসুফ সাবালি, ইসমাইল জ্যাকবস ও ফোরমোস মেন্দি।

মধ্যমাঠ : পেপ মাতার সার, পেপ গুইয়ে, নামপালিস মেন্দি, ইদ্দিসা গুইয়ে, মোস্তফা নেম, মামাদু লোম, সেইখো কৈয়াতে, ক্রেপিন দিয়াতে ও পাথ ক্রিস।

আক্রমণভাগ : সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা দিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিইউ, ইলমান এনদিয়ায়ে ও নিকোলাস জ্যাকসন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ