ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মার্টিনেজের উদযাপন নিয়ে অবশেষে যা বললেন এমবাপ্পে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৯ ১৪:২৮:২৪
মার্টিনেজের উদযাপন নিয়ে অবশেষে যা বললেন এমবাপ্পে

এরপরও পেনাল্টি শুটআউটে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখা হলো না এমবাপ্পের। এরপর তাকে ঘিরে নানাভাবে উদযাপন করছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু সেসব নিয়ে ভাবার সময় নেই এমবাপ্পের।

গতকাল রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির ম্যাচ শেষে ফরাসি এই স্ট্রাইকার বলেন, ‘সে (মার্টিনেজ) কী করছে, সেটা দেখার বিষয় আমার নয়। এসব নিয়ে মাথা ঘামিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। আমি শুধু লিওর (লিওনেল মেসি) ফেরার অপেক্ষায় আছি।’

এ সময় তিনি কাতার বিশ্বকাপের ফাইনালে যন্ত্রণাদায়ক হার নিয়েও কথা বলেন, ‘ফাইনালের এই হার আমি কখনোই মানতে পারব না। আমি পিএসজি কোচ ও সতীর্থদের বলেছি, জাতীয় দলের ব্যর্থতার জন্য ক্লাব ভুগবে না। ফ্রান্সের হারের জন্য পিএসজি দায়ী নয়। যে কারণে আমি সর্বোচ্চ ফিটনেস নিয়ে, ইতিবাচকভাবে ফিরেছি।’

ইউরোপীয় গণমাধ্যমের দাবি, কাতার বিশ্বকাপের ফাইনালের পর মেসির সঙ্গে এমবাপ্পের সম্পর্কে অবনতি হয়েছে। কিন্তু তা মানতে নারাজ কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ফাইনাল ম্যাচের মেসির সঙ্গে কথাও হয়েছে বলে দাবি করেন এমবাপ্পে, ‘ম্যাচের পর লিওর (মেসি) সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। কারণ, ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে সে এটার (বিশ্বকাপ) পেছনে ছুটেছে। আমার জন্যও ব্যাপারটা একই। তবে এবার আমি পারিনি। সে পেরেছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ