ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

‘আইপিএল-বিগ ব্যাশের মতোই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের সুবিধা’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০২ ২২:২০:২৬
‘আইপিএল-বিগ ব্যাশের মতোই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের সুবিধা’

দলটির তরুণ স্পিন অলরাউন্ডার শেখ মাহদি ফ্রাঞ্চাইজি মালিকদের স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করতে পেরে দারুন খুশি। তার মূল্যায়ন, রংপুরের প্র্যাকটিস ফ্যাসিলিটিজ দারুণ। আইপিএল ও বিগ ব্যাশের মত।

‘অবশ্যই, এটা অনেক প্রশংসার ব্যাপার। দেখেন, বিপিএলে আমরা এরকম সময় ও কোয়ালেটি অনুশীলনের সময় পাই না। যেটা আমরা রংপুরে এ বছর পেয়েছি, এখন থেকে এরকম থাকবে। আইপিএল, বিগ ব্যাশ বা অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে এরকম ফ্যাসিলিটি থাকে। এ প্রথম রংপুর প্লেয়য়ারদের জন্য এমন ফ্যাসেলিটিজ তৈরি করে দিয়েছে। এখানে অনুশীলন করে খুব শান্তি লাগছে।’

অধিনায়ক নুরুল হাসান সোহান, রনি তালুকদার, নাইম শেখ, পারভেজ ইমন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি আর রিপন মন্ডলের সাথে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, পাকিস্তানের হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, শোয়েব মালিক আর শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসাই ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই সব মিলে ব্রালেন্সড দল। নিজ দলের ওপর বেশ আস্থা শেখ মাহদির।’

আমাদের তরুণ ও বিদেশি যারা আছে খুবই অভিজ্ঞ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য। যে মিশ্রণটা আছে, তা খুবই ক্যাপাবল। তারপরও টুর্নামেন্ট লম্বা সময়, খেলা শুরু হলে বোঝা যাবে আসলে। রংপুর ফেলে দেওয়ার মতো দল নয়। হয়তো শেষ দুই-তিন বছর অংশ নেয়নি। কিন্তু রংপুর যেভাবে আসছে, ভালো কামব্যাক করে আসবে। ভালো কিছু হবে এ বছর।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি। এবারের বিপিএল কি তার জন্য কামব্যাক টুর্নামেন্ট?

শেখ মাহদি সেভাবে ভাবতে নারাজ। তার অনুভব, ‘জাতীয় দল, এটা আমার হাতে না। আমার হাতে আছে যেখানে খেলছি, সেখানে কিভাবে পারফর্ম করবো। কিংবা স্কিলে উন্নতি করবো। কারণ উন্নতির তো শেষ নাই। আমার লক্ষ্য যেভাবে স্কিল উন্নতি করা যায় আরকি। আমি দলে ফেরা গুরুত্বপূর্ন মনে করি না। আমি বর্তমান যে টুর্নামেন্ট খেলছি, এটার ওপর নির্ভর করি।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ