ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রাজিলের কোচের তালিকা প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৩ ১১:০৪:২১
ব্রাজিলের কোচের তালিকা প্রকাশ

স্প্যানিশ সংবাদমাধ্যম ফুটবল এস্পানার খবর, সবকিছু ঠিক থাকলে ব্রাজিল দলের ডাগআউটে বসতে যাচ্ছেন স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে।

তিতের পদত্যাগের পর ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে অনেকের নামই সামনে এসেছে। এর মধ্যে আছেন কার্লো আনচেলত্তি, জিনেদিন জিদান, হোসে মরিনহো। তবে কোনো নামই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। নতুন করে সামনে এসেছে লুইস এনরিকের নাম। ব্রাজিলের পক্ষ থেকে এরই মধ্যে এনরিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তবে দেশের বাইরে থেকে কোচ নিয়োগ দেওয়া নিয়ে এরই মধ্যে প্রশ্নের মুখে পড়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। রিভালদোর মতো সাবেক তারকাদের অনেকে ব্রাজিলের বাইরে থেকে কোচ নিয়োগ দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমন কিছু হলে সেটি ব্রাজিলের ফুটবল-সংস্কৃতির অপমান বলেও মন্তব্য করছিলেন বিশ্বকাপজয়ী রিভালদো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ