ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাদমানের ব্যাটে রানের ফোয়ারা, আবারও তুলে নিলেন সেঞ্চুরি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মার্চ ০৪ ২০:২০:০১
সাদমানের ব্যাটে রানের ফোয়ারা, আবারও তুলে নিলেন সেঞ্চুরি

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দশম বিসিএলের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি। শুরুতে সাদমানের সঙ্গে ৪৬ রানের জুটি বাঁধেন পিনাক ঘোষ।

হাসান মুরাদের বলে ব্যক্তিগত ১৬ রান করেই এলবিডব্লুর শিকার হন তিনি। এনামুল হক বিজয়ের সঙ্গেও জুটি বেশি বড় হয়নি। দলীয় ৮৮ রনে আবু হায়দারের বলে ব্যক্তিগত ২৩ রান করে আউট হন এনামুল। অমিত হাসানও ডাক মেরে আউট হয়েছেন।

তবে অধিনায়ক ফজলে রাব্বির সঙ্গে বোঝাপড়াটা দারুণ হয়েছে সাদমানের। ৯৭ রানে তিন উইকেট হারানোর পর তাঁদের জুটিই টিকে থাকে প্রথম দিনের শেষ বেলা পর্যন্ত। ব্যক্তিগত ২১৪ বলে সেঞ্চুরি তুলে নেন সাদমান।

অন্যদিকে সাদমানকে যোগ্য সঙ্গ দিয়ে নিজেও ফিফটি তুলে নেন ১৩৪ বল খেলে। প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৩৪ রান করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। ১৩০ রান করে অপরাজিত রয়েছেন সাদমান ও ৫৫ রান করে অপরাজিত রয়েছেন ফজলে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ