তাসকিনকে দলে নিতে পারে কলকাতা কিন্তু সামনে বাঁধা বাংলাদেশ ক্রিকেট বোর্ড

গতবারের পর এবারও আইপিএল খেলতে বোর্ডের বাধার মুখে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের পেসারদের ছেড়ে দিতে রাজি নাও হতে পারে বোর্ড।
এবার আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অনিশ্চয়তা। সে দেশের তিন পেসারের নাম নিলামে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো আইপিএলের জন্য ওই তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে ছেড়ে দিতে পারে না। তাই আইপিএল দলগুলোও তাদের মুখোমুখি হতে নারাজ হতে পারে।
গত বারের নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব আল হাসান এবং লিটন দাসকে কিনেছিল। কিন্তু শাকিব আইপিএল খেলতেই আসেননি। লিটন শুরুর দিকে আসেননি। পরে এলেও খুব বেশি দিন ভারতে ছিলেন না। এ বারে তাঁরা আর নাম লেখাননি আইপিএল খেলার জন্য। তবে মুস্তাফিজুরেরা চেয়েছেন নিলামে উঠতে। কিন্তু বোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান জালাল ইউনাস বলেন, “দেশের খেলার সময়ে যদি আইপিএল হয়, তা হলে হয়তো পুরো প্রতিযোগিতায় ওরা খেলতে পারবে না।”
পরের বছর মার্চে শুরু হতে পারে আইপিএল। চলবে মে মাস পর্যন্ত। তার পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। জুন মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই জালাল বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এগোতে হবে আমাদের। আমরা চাই না দলের পেসারেরা বিশ্বকাপের আগে কোনও চোট পাক। সেই কারণেই সাবধানে খেলানো হবে ওদের।”
সাধারণত আইপিএলের দলগুলি এমন ক্রিকেটারদের দলে নিতে চান যাঁদের পুরো প্রতিযোগিতায় পাওয়া যাবে। ২০২২ সালের আইপিএলে তাসকিনকে নিতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মার্ক উড চোট পাওয়ায়, তাঁর জায়গায় বাংলাদেশের পেসারকে দলে নিতে চেয়েছিল লখনউ। কিন্তু বাংলাদেশ বোর্ড তাঁকে ছাড়েনি। ফলে আইপিএল খেলা হয়নি তাসকিনের। এ বারেও যদি সেই কারণে তাঁকে এবং বাংলাদেশের অন্য ক্রিকেটারদের নিলামে অবিক্রিত থেকে যেতে হয়, তা হলে সত্যিই সেটা মুস্তাফিজুরদের জন্য দুর্ভাগ্যেরর।
অনেক দেশই চায় বিশ্বকাপের আগে আইপিএল থেকে ক্রিকেটার সরিয়ে নিতে। আগেও দেখা গিয়েছে দেশের হয়ে খেলার জন্য অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএল থেকে নাম সরিয়ে নিতে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- ২০২৫ কলেজ ভর্তি: আবেদন ফি, যোগ্যতা, ভর্তি ফি ও ভর্তি নিয়ম-জানুন সব
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- SSC Board Challenge Result 2025: কবে ও কোথায় দেখবেন বিস্তারিত
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- ৬৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন প্রায় নিশ্চিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন: কার আয় বেড়েছে, কার লোকসান
- এক কোম্পানির দাপটেই শেয়ারবাজারে ফিরলো চাঙাভাব
- আজ প্রকাশিত হবে ১৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- শেয়ারবাজারে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের সকল দেশের টাকার রেট(২৬ জুলাই ২০২৫)
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৫ জুলাই)