নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ম্যাচে সমতায় ফিরতে নতুন কৌশলে বাংলাদেশ

বুধবার (২০ ডিসেম্বর) নেলসনের স্যাক্সটন ওভালে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তিন ম্যাচের সিরিজ টিকিয়ে রাখার লক্ষ্যে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হারের সংখ্যা ১৭ ছুঁয়েছে। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের এই মানসিকতা- অন্তত এবারের সিরিজটা একতরফা হবে না। অন্য সময়ের মত।
সঙ্গত কারণে বৃষ্টি আইন বাংলাদেশের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলেছে। প্রথম দফায় ম্যাচটি ৪৭ ওভারে নেমে আসার কারণে অন্তত দু’জন বোলার ১০ ওভার বল করতে পারবে এবং সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল। ম্যাচের প্রথম ওভারে দারুণ সুইং ডেলিভারিতে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। এতে ৫ রানে ২ উইকেট হারায় কিউইরা।
শুরুর ধাক্কা সামলে উঠতে বড় জুটি গড়ার চেষ্টা করেন উইল ইয়ং ও টম লাথাম। এ সময় তাদের জুটি ভাঙতে পেসারদের ব্যবহার করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু পুনরায় বৃষ্টি ম্যাচটিতে বিঘ্ন ঘটালে ৩০ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। ততক্ষণে দলের প্রধান বোলারদের পাঁচ বা ছয় ওভার করে শেষ হয়ে যায়।
ম্যাচটি ৩০ ওভারে নেমে আসায় একজন বোলার সর্বোচ্চ ছয় ওভার করে বল করতে পারেন। যে কারণেই ডেথ ওভারে সৌম্য সরকার এবং অন্যান্য বোলারদের ব্যবহার করতে হয় বাংলাদেশকে। যার সুযোগে শেষ ১২ ওভারে ১৪৫ রান তুলে ভালো অবস্থায় চলে যায় নিউজিল্যান্ড।
অবশ্য বৃষ্টির কথা মাথায় রেখে বোলারদের সেভাবে ব্যবহারের প্রয়োজন থাকলেও অধিনায়ক শান্ত সেটি করেননি। একই সঙ্গে হতাশাজনক পারফরমেন্সও প্রদর্শন করেন বাংলাদেশের ব্যাটাররা। সব সময়ের মতো ভালো উইকেটে নিজেদের উইকেট বিলিয়ে দেন তারা।
ম্যাচে লড়াই করার সুযোগ পেয়েও খারাপ শট খেলে নিজেদের উইকেট ছুঁড়ে দেন দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম।
উইকেটে সেট হয়ে আস্কিং রান রেট অব্যাহত রেখে ৩৯ বলে ৪৩ রান করলেও, কীভাবে ইনিংস বড় করতে হয় অন্যান্য ব্যাটারদের মতো সেটি জানেন না ওপেনার এনামুল হক বিজয়। সিরিজে সমতা আনতে বাংলাদেশের করণীয় সম্পর্কে প্রথম ম্যাচের পর বিজয় বলেন, ‘ইনিংস বড় করতে না পারাটা আমার ভুল। আসলে একবার ক্রিজে সেট হয়ে গেলে ইনিংস বড় করার জন্য আমাদের সতর্ক হতে হবে।’
নিউজিল্যান্ড বোলারদের বাউন্সার মোকাবিলায় জোর দিয়ে বিজয় বলেন, ‘বাউন্স সামলাতে হবে আমাদের। তাদের সবার উচ্চতা অনেক বেশি হওয়ায় অতিরিক্ত বাউন্স পেয়েছে তারা। যা আমাদের আউটের প্রধান কারণ। আশা করি, বাউন্স মোকাবিলা করার কৌশলটা আমরা দ্রুত শিখতে পারবো।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- ২০২৫ কলেজ ভর্তি: আবেদন ফি, যোগ্যতা, ভর্তি ফি ও ভর্তি নিয়ম-জানুন সব
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- কলেজ ভর্তি ২০২৫: বিভাগভিত্তিক সেরা কলেজ তালিকা জেনে নিন
- SSC Board Challenge Result 2025: কবে ও কোথায় দেখবেন বিস্তারিত
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- ৬৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ স্কোয়াডের ১৪ জন প্রায় নিশ্চিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকরা
- ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন: কার আয় বেড়েছে, কার লোকসান
- এক কোম্পানির দাপটেই শেয়ারবাজারে ফিরলো চাঙাভাব
- আজ প্রকাশিত হবে ১৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- শেয়ারবাজারে ৭ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের সকল দেশের টাকার রেট(২৬ জুলাই ২০২৫)
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার