রেকর্ড ইনিংসের পর একজনে স্মরণ করলেন সৌম্য

শেষ কবে সৌম্য সরকার সেঞ্চুরি করেছিলেন, অনেকদিন পিছিয়ে যেতে হবে। সময়ের হিসাবে প্রায় ৫ বছর। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর এই উদ্বোধনী ব্যাটসম্যান নিজেকে প্রায় হারিয়ে ফেলেছিলেন। সেই খরা আজ ভেঙে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের ম্যারাথন ইনিংস খেলেন সৌম্য।
দুর্দান্ত এই ইনিংসের পথে সৌম্য পেছনে ফেলেছেন দুটি রেকর্ড। এদিন তিনি ১৬৯ রানে আউট হন । যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। কিউইদের বিপক্ষে সৌম্যের ইনিংসটি তামিম ইকবালের ১৫৪ এবং ১৫৮ রানের ইনিংসকে অতিক্রম করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন। এছাড়াও শচীনকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও রয়েছে বাংলাদেশ ওপেনারের।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে যা বললেন সৌম্য
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য তাই ধন্যবাদ জানালেন দুঃসময়ে পাশে থাকা মানুষদের, ‘সবকিছুর আগে আমি ধন্যবাদ দিবো আমার পরিবারকে। আমার বউকে। সবকিছুতে সমর্থন করার জন্য। আমার সতীর্থরা তো আছেই। যতটুকু অনুশীলন করার সুযোগ পাচ্ছি, ব্যাটিং করছি সেও (হাথুরুসিংহে) অনেক সমর্থন করেছে। যে ইতিবাচক কথা বলে আমি তার সঙ্গেই থাকি।’
লম্বা সময় পর ব্যাটে রান পেয়েছেন একসময়ের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। কথা বলেছেন তিক্ত সেই সময় নিয়েও, ‘ভালো-খারাপ ক্রিকেটে থাকবেই। কিন্তু খারাপ খেললে তো ক্রিকেট ছেড়ে চলে যেতে পারব না। যেহেতু ক্রিকেট প্লেয়ার। ক্রিকেটের জন্যই এতদূর আসা। পরিশ্রম করছি ক্রিকেটের জন্যই। সুতরাং ক্রিকেট নিয়েই বেশি চিন্তা।’
অবশ্য আজকের এমন দানবীয় ইনিংসের পর প্রতিদিন ভাল করার আশা রাখছেন না সৌম্য, 'ক্রিকেট প্লেয়ার প্রতিদিন ভালো খেলবে না। আপনি যেমন একটা মানুষ প্রতিদিন ভালো খাবার আশা করবেন না, আমরাও প্রতিদিন ভালো খেলব আশা করি না। আমরা ক্রিকেটাররা হাসার চাইতে বেশি কাঁদি। কেননা কেউ পুরো একটা সিরিজ খেললে ১-২ তা ম্যাচ ভালো খেলে। তার খারাপই যায়।'
'ওটা নিয়ে আমরা পড়ে থাকলে আমরা নিজেরাই পিছিয়ে যাব। সুতরাং যতটুকই ইতিবাচক সেটা নিয়ে চিন্তা করা হয় বেশি। কীভাবে সামনে আরও ভালো করা যায় সেখানেই ফোকাস থাকে। এর মধ্যে যতটুকু পারফেকশান আমরা করতে পারি, সেটা নিয়েই ম্যাচে যাওয়ার চিন্তা করি।'-যোগ করেন সৌম্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- এক কোম্পানির শেয়ার 'জেড' থেকে 'এ' ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন: ডিএসইর রেকর্ড ডেট প্ল্যান!
- 'জেড' থেকে 'এ' ক্যাটাগরি ও 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর দুই কোম্পানির শেয়ার
- শোক সংবাদ: মারা গেলেন মুফতি আহমদুল্লাহ
- বিএনপিতে শোকের ছায়া: বিএনপি মহাসচিবের শোক প্রকাশ
- বিশেষজ্ঞদের সতর্কবার্তা: বি-ক্যাটাগরির ঝুঁকি, ৬ শেয়ারে অবিশ্বাস্য মুনাফা
- আগামীকাল শনিবার যে সকল এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
- এক কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লভ্যাংশ পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- আর্সেনাল বনাম নটিংহাম ফরেস্ট: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- রেকর্ডের পর রেকর্ড! ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে ইতিহাসে সর্বোচ্চ রান
- এক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ একাদশ ঘোষণা