রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-ফ্লুমিনেন্স (ভিডিও)

আজ ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলা হচ্ছে।ইউরোপের সেরা ম্যানচেস্টার সিটি এবং কোপা লিবার্তাদোরেসের জয়ী ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হচ্ছে। দুই দলই তাদের প্রথম শিরোপা জয়ের কাছাকাছি। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফ এ কাপ, উয়েফা সুপার কাপের পর ক্লাব বিশ্বকাপ। এক বছরে পাঁচ শিরোপা জয়ের সুযোগ ম্যানচেস্টার সিটির। যে কীর্তি আছে শুধু বার্সেলোনার। সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসির পর চতুর্থ ইংলিশ ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি।
ব্যক্তিগত অর্জনের মুকুটেও নতুন পালক যোগ করার অপেক্ষায় সিটিজেন বস পেপ গার্দিওলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যান সিটি প্রথম ম্যাচ হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি মাস্টার ট্যাকটিশিয়ানের। তবে কাজটা সহজ জয় জানেন গার্দিওলা।
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, বিংশ শতাব্দিতে অদম্য ব্রাজিল যেভাবে খেলত ফ্লুমিনেন্সের খেলার ধরণ অনেকটা সেরকম। এরকম প্রতিপক্ষের বিপক্ষে আমরা কখনোই খেলিনি। তাই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদের। এক বছরে পঞ্চম শিরোপা জয়ের খুব কাছাকাছি আমরা। একটা লম্বা পথ পাড়ি দিতে হয়েছে এমন অবস্থায় আসতে।
শেষ ছয় লিগ ম্যাচে মাত্র ১ জয়ে ভালো নেই সেমিফাইনালে এশিয়া সেরা উরাওয়া রেড ডায়মন্ডসকে উড়িয়ে শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা করে নেয়া ম্যানসিটি। পায়ের ইনজুরিতে এ ম্যাচেও খেলা হচ্ছে না আর্লিং হালান্ডের। আগে থেকেই নেই কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকুরা। তারপরও ফ্লুমিনেন্সের বিপক্ষে ফেভারিট সিটিজেনরা। ইউরোপের কোনো ক্লাব হারে না শেষ ২১ ক্লাব বিশ্বকাপ ম্যাচ ধরে।
কিন্তু এসব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ ফ্লুমিনেন্স। সাবেক রিয়াল তারকা মার্সেলোর হাতে যে দলটার আর্মব্যান্ড। ব্রাজিলের অন্তবর্তী কোচ ফার্নান্দো দিনিজের অধীনে দূরন্ত ফ্লুমিনেন্স সেমিতে ২-০ গোলে হারিয়েছে আফ্রিকা সেরা আল আহলিকে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের পারফরম্যান্সে চোখ ক্লাবটির।
ফ্লুমিনেন্স কোচ ফার্নান্দো দিনিজ বলেন, এই পর্যায়ে এসে ফুটবলারদের আত্মবিশ্বাসটা খুব জরুরি। আমি বিশ্বাস করি তারা সেটা মনে রাখবে। আমরা জানি বিশ্বের সেরা ক্লাবের বিপক্ষে খেলতে নামব। তবে সেটা আমাদের শিরোপা জয়ের স্বপ্নে বাধা হতে পারবে না। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না।
প্রস্তুত ফাইনালের ভেন্যু জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম। ২০৩৪ বিশ্বকাপ প্রস্তুতির লক্ষ্যে বড় ম্যাচ আয়োজনের প্রথম ধাপে সৌদি আরব।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- ২০২৫ একাদশ শ্রেণি ভর্তি: কোন কলেজে কত জিপিএ লাগবে জানুন
- কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু? আবেদন ও ভর্তি ফি জানুন বিস্তারিত
- ২০২৫ কলেজ ভর্তি: আবেদন ফি, যোগ্যতা, ভর্তি ফি ও ভর্তি নিয়ম-জানুন সব
- এসএসসি ২০২৫ পাসের পর কোন কলেজে কত জিপিএতে ভর্তি নেওয়া হবে?
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, টাইগারদের একাদশে ৫ পরিবর্তন
- ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে আবেদন শুরু কবে, জানা যাবে আজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- কলেজ ভর্তি ২০২৫: বিভাগভিত্তিক সেরা কলেজ তালিকা জেনে নিন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি: দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ, দেখুন ফলাফল
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৪ জুলাই)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: শেষ টি-টোয়েন্টিতে টাইগার একাদশে দুই পরিবর্তন
- ৬৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন: কার আয় বেড়েছে, কার লোকসান