১৬ বছর পর সাকিব-তামিমদের অপমানের শোধ তুললেন সাকিব-শরীফুল

সেই ম্যাচটাও ছিল ডিসেম্বরের এক সকালে। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ সেবার প্রথম দুটি ম্যাচ খেলতে পারেনি। যারা এখনো সিরিজের তৃতীয় ম্যাচে আগ্রহী ছিলেন তাদের অনেকেই অবাক হয়ে ঘুম থেকে উঠে টিভি অন করেন। আরে, খেলা কোথায় গেল?
কুইন্সটাউনে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯৩ রানে গুটিয়ে যায়। ব্র্যান্ডন ম্যাককালাম সাধনায় একটি খুনের তাণ্ডব চালিয়েছিলেন। ম্যাককালামের ৮০ রানের সূচনা ২৮ বলে ৯ চার ও ৪ ছক্কায়। ৫০ ওভারে ম্যাচ শেষ করে ড্রেসিংরুমে ফেরেন নিউজিল্যান্ডের দুই ওপেনার।
২০০৭ সালের বছরের শেষ দিনটায় এভাবেই লজ্জা পেতে হয়েছিল সাকিব-তামিম-মাশরাফিদের। আজ নেপিয়ারে এর উল্টো স্বাদটা পেল নিউজিল্যান্ড। এবার সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে তৃতীয় ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু এবার অন্য কিছুর স্বাদ পেলেন মুশফিকুর রহিম।
১৬ বছর আগের সে ম্যাচের একমাত্র স্বাক্ষী সেদিন ০ রানে আউট হয়েছিলেন। আজ তাঁকে নামতেই হয়নি। প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড আজ ৯৮ রানে গুটিয়ে গেছে। তাড়া করতে নেমে ৩৪.৫ ওভার বাকি থাকতে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে প্রথম ওয়ানডে জয়, সেটাও এমন দাপটের সঙ্গে। এর কৃতিত্বটা মূলত দুজনের। পেস বোলিংয়ের জন্য দুর্দান্ত কন্ডিশন পেয়ে শুরুটা দারুণ করেছেন তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম। পাওয়ার প্লেতে দুই উইকেট তুলে নেন সাকিব।
এরপর তৃতীয় উইকেট জমে উঠলে দ্বিতীয় স্পেলে শরীফুল এসে প্রথমে টম ল্যাথামকে ফেরান। এরপর একে একে উইল ইয়াং ও মার্ক চ্যাপম্যানকে ফিরিয়ে দেন ৫ রানের মধ্যে। ৬৩ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডের সম্মানজনক স্কোরের আশাটা শেষ করে দেন আবার আক্রমণে আসা সাকিব।
টম ব্লান্ডেলকে যখন আউট করছেন সাকিব, নিউজিল্যান্ডের রান তখন ৭০। এরপর সৌম্য এসে তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সর্বানশটা চূড়ান্ত করেন। ম্যাচসেরা অবশ্য শুরুতেই ধাক্কা দেওয়া সাকিব।
সিরিজে এই প্রথম নতুন বল হাতে পাওয়া সাকিব বলেছেন, আজকের কন্ডিশন ও উইকেটই মূল প্রভাবক, ‘নিজের পারফরম্যান্সে খুব খুশি। যেভাবে শুরু হয়েছে-খুব ভালো ছিল আমার জন্য। বোলিং করে খুব মজা পেয়েছি। বল ঢুকছিল, সিম করছিল। এটাই দলের জন্য ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।’
গত ম্যাচে কোনো প্রভাব ফেলতে না পারা সাকিব আজ ভিন্ন কী করেছেন এর ব্যাখ্যায় বলেছেন, ‘আমি উইকেট টু উইকেট বল করার চেষ্টা করেছি, লাইন লেংথ ধরে রাখার চেষ্টা করেছি। বাকিটা উইকেটই করেছে, আমাকে খুব সাহায্য করেছে। পেস বোলারদের জন্য দারুণ উইকেট ছিল। আমি শুধু নিজেকে বলেছি লাইন লেংথ ঠিক রাখতে হবে, ভাগ্য ভালো তা করতে পেরেছি।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল ও কলেজ ভর্তি নিয়ে জানুন সব কিছু
- ২০২৫ একাদশ শ্রেণি ভর্তি: কোন কলেজে কত জিপিএ লাগবে জানুন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু? আবেদন ও ভর্তি ফি জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, টাইগারদের একাদশে ৫ পরিবর্তন
- ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে আবেদন শুরু কবে, জানা যাবে আজ
- এসএসসি ২০২৫ পাসের পর কোন কলেজে কত জিপিএতে ভর্তি নেওয়া হবে?
- ২০২৫ কলেজ ভর্তি: আবেদন ফি, যোগ্যতা, ভর্তি ফি ও ভর্তি নিয়ম-জানুন সব
- কলেজ ভর্তি ২০২৫: বিভাগভিত্তিক সেরা কলেজ তালিকা জেনে নিন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল ও বিশ্লেষণ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি: দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ, দেখুন ফলাফল
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: শেষ টি-টোয়েন্টিতে টাইগার একাদশে দুই পরিবর্তন
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৪ জুলাই)