তামিম-সাকিব ছাড়াই জিততে শুরু করেছে বাংলাদেশ যা বললো বিসিবি
অন্য সবার মতো তিনিও মনে করেন যে কোনো জয় মনে রাখার মতো। আর যেহেতু নিউজিল্যান্ড এর আগে কখনো সাদা বলে জয় পায়নি, তাই এটা একটা বড় অর্জন। সেই দৃষ্টিকোণ থেকে, ২৩ ডিসেম্বর নেপিয়ারে টাইগারদের ৯ উইকেটের জয় একটি ঐতিহাসিক অর্জন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারের ভাষায়, দারুণ জয়।
ব্যবধানের বিশালতাই শুধু নয়, এ জয়ের অনেকগুলো বৈশিষ্ট দেখে খুব খুশি হাবিবুল বাশার। জাতীয় দলের এই নির্বাচক জাগো নিউজকে প্রতিক্রিয়ায় জানান, ‘নিউজিল্যান্ড সব সময়ই টাফ কন্ডিশন। নিউজিল্যান্ডের খোলা এলাকার মাঠ, আবহাওয়া ও উইকেট সবসময় উপমহাদেশের দলগুলোর জন্য প্রতিকূল। যে কারণে শুধু আমরাই নই, উপমহাদেশের অন্য দলগুলোও নিউজিল্যান্ডে গিয়ে তেমন সুবিধা করতে পারে না। আর আমরা আগে কখনো সাদা বলে জিততেই পারিনি। এবার জিতলাম। সেটা অবশ্যই এক অবিস্মরণীয় সাফল্য।’
হাবিবুল বাশারের অনুভব করেন, অনেক কারণেই আমাদের এ জয় দরকার ছিল।
এর আগে গত বছর জানুয়ারিতে মাউন্ট মুঙ্গানুইয়ে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারায় (৮ উইকেটে) তখনো দলে ছিলেন না দুই সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল আর সাকিব আল হাসান। দুজন অতি নির্ভরযোগ্য ও অন্যতম চালিকাশক্তি ছাড়া ২ বছরের ব্যবধানে লাল ও সাদা বলে একজোড়া ঐতিহাসিক সাফল্য; কী বার্তা বহন করে? এটি কিভাবে দেখছেন?
সিনিয়র ও সুপারস্টারদের ছাড়াও ম্যাচ জেতার অভ্যাস ও সামর্থ তৈরি হচ্ছে? নাকি তরুণরা দিনকে দিন মাথা তুলে দাঁড়াতে শিখছেন? এমন প্রশ্নে হাবিবুল বাশারের জবাব- ‘না, না। আমি ব্যাপারটাকে অন্যভাবে দেখছি। আমি দেখছি তরুণদের মানসিকতার পরিবর্তন।’
বাশারের ব্যাখ্যা, বলার অপেক্ষা রাখে না; যাদের কথা বলা হলো, তাদের ২ জনের ওপর আমরা অনেক অনেক নির্ভরশীল। তারা আমাদের কি প্লেয়ার (মূল ক্রিকেটার)। সিনিয়র ও এক্সপেরিয়েন্স মোস্ট। নিয়মিত পারফর্মও করে আসছে সবসময়। মূল ভুমিকা রাখে। কাজেই তাদের ওপর আমরা অনেকটাই নির্ভরশীল।
বাংলাদেশ দলের নির্বাচক আরও বলেন, ‘কিন্তু আসল সত্য হলো সাকিব ও তামিম সবসময় থাকবে না। তারা ছাড়াও আমাদের জিততে হবে। তরুণদের মাথায় সেই চিন্তাটা এসেছে। কেউ না থাকলে কোনো অজুহাত না দাঁড় করিয়ে জেতার চিন্তা মাথায় ঢুকেছে। কাউকে মিস করলেও এখন আর কোনো অজুহাত আসছে না। কেউ অজুহাত দাঁড় করাচ্ছে না। সবার মাঝে জেতার তাগিদ বেড়েছে। তারাই চেষ্টা করছে। জেতার ক্ষুধাটা ভালোই আছে। এই মানসিকতার এই পরিবর্তনটা আমাকে আকৃষ্ট করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আবারও এক লাফে কমলো সোনার দাম
- ব্যাপক হারে কমলো সোনার দাম, স্বর্ণের বাজার চাঙ্গা
- রেকর্ড নগদ লভ্যাংশ ঘোষণা করলো ওয়ালটন
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: ডিএলএস পদ্ধতিতে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- নিয়ম ভঙ্গের অভিযোগে দুই ব্রোকারেজ হাউসের ট্রেডিং লাইসেন্স বাতিল করল ডিএসই
- স্বর্ণের দাম আজকের বাজার ২০২৫
- ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত করে
- মুনাফায় রেকর্ড: লভ্যাংশ ঘোষণা করলো বাটা শু
- আজ আবারো কমলো সোনার দাম, ভরিতে ১০,৪৭৪ টাকা কমালো বাজুস
- বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা মনোস্পুল বাংলাদেশের
- ইজেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- নবম পে স্কেল: কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধি!
- নগদ লভ্যাংশ ঘোষণা করলো এসিআই ফর্মুলেশনস
- 'জেড' ক্যাটাগরিরতে স্থানান্তার দুই কোম্পানির শেয়ার