ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী অনেক প্রতিষ্ঠান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ জানুয়ারি ১৬ ২১:১৯:৩৩
বাংলাদেশ ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী অনেক প্রতিষ্ঠান

কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। জামাল-মরসলিনের সাম্প্রতিক পারফরম্যান্স ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্লাবকে তার জার্সিতে জায়গা পেতে আগ্রহী করে তুলেছে। যা চূড়ান্ত হতে পারে মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের আগে। এদিকে ফেসবুকে জার্সিবার্ডের নাম ঘোষণা করা হলেও তাদের নিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়নি বলে দাবি বাফুফের।

জামাল-মরসলিন দর্শকদের মন জয় করে চলেন। বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে। ২০২৩ সালের প্রতিটি ম্যাচই দেশে ফুটবলের সুদিন ফিরিয়ে আনার বার্তা।

২০২১ সাল থেকে বাংলাদেশ দলের কোনো স্পন্সর নেই। FBT লোটো কিট স্পনসর ছিল। নোকিয়া, সিটিসেল, গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতার পর, টিভিএসের লোগোটিই ছিল বাংলাদেশের জার্সির শেষ লোগো। সে আবার অপেক্ষা করে।

ইতিমধ্যে অনেক কোম্পানি আগ্রহ দেখিয়েছে। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচের আগে এই চুক্তি হতে পারে। এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছে আমেরিকা ভিত্তিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান জার্সিবার্ডের ফেসবুক পেজে। উভয় সংস্থার লোগো ব্যবহার করে, ছবি এবং ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে যে শীঘ্রই সুখবর আসবে। কিন্তু ফুটবল ফেডারেশন বলছে, তাদের নিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়নি। উল্লেখ্য, জার্সিবার্ড ফিলিপাইনের কিট পার্টনার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ