ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

তাসকিন মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, বাংলাদেশকে লড়াকু টার্গেট দিল আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ নভেম্বর ০৬ ১৯:৫৯:৪৯
তাসকিন মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, বাংলাদেশকে লড়াকু টার্গেট দিল আফগানিস্তান

শারজায় আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ধারাভাষ্যকার রমিজ রাজার মতামতের সঙ্গে একমত হয়ে তিনি আশা করেছিলেন দ্বিতীয় ইনিংসে ফ্লাডলাইটের আলোতে স্পিনারদের জন্য টার্ন পাওয়া যাবে।

ব্যাটিংয়ে নেমেই আফগান ওপেনাররা চাপে পড়েন বাংলাদেশের বোলারদের সামনে। তাসকিন আহমেদের ফুল লেংথের একটি বল এজ হয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে চলে যায়, যার ফলে রহমানউল্লাহ গুরবাজ শূন্য রানেই বিদায় নেন। কিছুক্ষণ পরই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মুশফিককে ক্যাচ দিয়ে আউট হন রহমত শাহ, যিনি ১৩ বলে মাত্র ২ রান করতে সক্ষম হন।

ওয়ানডেতে অভিষেক হওয়া ওপেনার সেদিকউল্লাহ আতাল ১০ম ওভারে মোস্তাফিজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন এবং ২৯ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান। মোস্তাফিজের কাটার বল আরও ভয় ধরায় আফগান ব্যাটসম্যানদের মনে, আজমতউল্লাহ এক দ্বিধার বল খেলতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

মোস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারে আরও দুটি উইকেট তুলে নেন। পরবর্তীতে ২০তম ওভারের শেষ বলেও তাসকিন তার আক্রমণ অব্যাহত রাখেন। গুলবদিন নাইব মিডউইকেটে ক্যাচ দিয়ে বিদায় নেন, তানজিদ তাকে ক্যাচ আউট করেন। এই উইকেটের ফলে হাশমতউল্লাহ ও নাইবের ৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটিও ভেঙে যায়।

এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং মোহাম্মদ নবী ষষ্ঠ উইকেটে দুর্দান্ত লড়াই করেন। এই দুইজন মিলে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে দলের রানকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। হাশমতউল্লাহ ৯২ বলে ৫২ রান করে মোস্তাফিজের বলে বোল্ড হন।

মোহাম্মদ নবী তার ইনিংসে ৭৯ বলে ৮৪ রান করেন, ৩টি ছক্কা এবং ৪টি চারে সাজানো ইনিংস ছিল এই ইনিংস। তবে ৪৮তম ওভারে তাসকিনের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়ে আউট হন।

শেষ দিকে কিছু উইকেট হারানোর পর আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৩৫ রানে অল-আউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান ৪টি করে উইকেট নেন, শরীফুল ইসলাম নেন ১টি উইকেট।

**বাংলাদেশের একাদশ**

বাংলাদেশের একাদশে আছেন তানজিদ হাসান, নাজমুল হোসেন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম।

বাংলাদেশের সামনে এখন জয়ের জন্য প্রয়োজন ২৩৬ রান। ব্যাটিংয়ে এসে কেমন পারফর্ম করবে বাংলাদেশ, তা নিয়ে চলছে উচ্ছ্বাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে