শাহবাজ সানীর মৃত্যুর আগে যা যা ঘটেছিল

ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন নাট্য পরিচালক মাসরিকুল আলম।
রাতের আড্ডা থেকেই চিরবিদায়—এমনই মর্মান্তিক ঘটনা ঘটে শাহবাজ সানীর সঙ্গে। জানা গেছে, উত্তরায় কয়েকজন পরিচালকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ কাশতে কাশতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাত সাড়ে তিনটায় তার জীবনাবসান ঘটে। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকই তার মৃত্যুর কারণ।
নাট্য পরিচালক মাসরিকুল আলম বলেন, "সানী আমাকে জানিয়েছিল যে, সে রাতে আমার বাসায় আসবে এবং একসঙ্গে রাতের খাবার খাবে। কিন্তু কিছুক্ষণ পরেই শুনলাম তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখি, সে আর নেই। এই মৃত্যু যেন এক দুঃস্বপ্নের মতো।"
শোবিজে শাহবাজ সানীর পথচলা শুরু হয় নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটকের মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের দক্ষতা প্রমাণ করেন তিনি। প্রথমে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে প্রধান চরিত্রেও জায়গা করে নেন।
২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ‘আবদুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া তার ক্যারিয়ারে উজ্জ্বল সংযোজন হিসেবে রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’ ও ‘আনারকলি’-র মতো দর্শকপ্রিয় নাটক।
তার অকাল প্রয়াণে সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মনে দুঃখের ছায়া নেমে এসেছে। ছোট পর্দার এই প্রতিভাবান শিল্পীর আকস্মিক বিদায় শোবিজের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকল।
বিনোদন - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- বাংলাদেশের ব্যাংকিং খাত: শেয়ারবাজারে ঘুরে দাঁড়াচ্ছে ৬ সংকটাপন্ন ব্যাংক