ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আজ হতে পারে ইতালিগামী বাংলাদেশিদের স্বপ্নপূরণের দিন!

প্রবাসী ডেস্ক . ৪আপডেট নিউজ
২০২৫ মে ০৫ ১৪:৩৭:৫৫
আজ হতে পারে ইতালিগামী বাংলাদেশিদের স্বপ্নপূরণের দিন!

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি—চোখে তাদের একটিই স্বপ্ন, বৈধভাবে ইতালিতে গিয়ে কাজ করার সুযোগ পাওয়া। আজ সেই স্বপ্ন বাস্তবের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারে।

দুই দিনের সফরে আজ ঢাকায় পা রাখছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। তার এই সফর ঘিরে কর্মপ্রত্যাশী হাজারো বাংলাদেশির মনে জেগেছে নতুন আশার আলো। সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ভিসা জটিলতা, বৈধ অভিবাসন, এবং একটি নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর নিয়ে।

আগামীকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির এই MoU স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ধাপে ধাপে বহু দক্ষ ও অদক্ষ কর্মী ইতালির শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবেন। নতুন করে খুলে যাবে বৈধ অভিবাসনের দুয়ার।

তবে স্বপ্নযাত্রার পথে বাধাও কম নয়। দালালদের ফাঁদে পড়ে অনেকেই ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন, যার জেরে ভিসা প্রক্রিয়া হয়ে উঠেছে জটিল। ইতালি সরাসরি অভিযোগ করেছে, এসব ভুয়া নথির কারণে যাচাই-বাছাইয়ে সময় লাগছে, প্রভাব পড়ছে প্রকৃত আবেদনকারীদের ওপরও।

সফরকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আলোচনায় আসবে অবৈধ অভিবাসন ইস্যুও। ইতোমধ্যে ইতালি সরকার অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের আলবেনিয়ায় ফেরত পাঠাতে শুরু করেছে। বাংলাদেশ সরকার চায়, এই কঠোর নীতি যেন বৈধভাবে ইতালিতে যেতে চাওয়া মানুষদের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

আজকের দিন তাই শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি হতে পারে হাজারো মানুষের জীবনে নতুন সূচনার দিন।

জামিরুল ইসলাম/

আপার জন্য বাছই করা কিছু নিউজ