শেয়ারবাজারের ঝুঁকি নিয়ে গভর্নর সতর্ক, জানিয়ে দিলেন বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শেয়ারবাজারে বিনিয়োগের ঝুঁকি পুরোপুরি বিনিয়োগকারীদের নিজস্ব সিদ্ধান্ত এবং দায়িত্ব। গভর্নর বলেছেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান দায়িত্ব হলো আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা, শেয়ারবাজারের ঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের কোনো ভূমিকা নেই।
বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, "শেয়ারবাজারে বিনিয়োগকারীরা নিজের বিবেচনায় ঝুঁকি নিয়ে বিনিয়োগ করেন। ক্ষুদ্র বিনিয়োগকারীরা জানেন যে, কোন ব্যাংকের অবস্থা কেমন, তাই এখন কান্নাকাটি করে লাভ নেই।"
গভর্নর আরও জানান, শেয়ারবাজারে তালিকাভুক্ত কিছু ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশে বিলম্ব হচ্ছে, যার ফলে কিছু ব্যাংক সমস্যায় পড়ছে। তবে তিনি জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক নীতিমালা প্রয়োগ করছে এবং ব্যাংকগুলোকে এক মাসের মধ্যে তাদের প্রতিবেদন প্রকাশ করতে হবে। এসব ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে, তা যথাযথভাবে নেওয়া হবে, তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অবহিত করা হবে।
এ সময় গভর্নর স্পষ্ট করে বলেছেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয়। তিনি বলেন, “স্পন্সর ডিরেক্টররা ব্যাংকে বড় অঙ্কের বিনিয়োগ করেন, তারা বোর্ডের সদস্যও। তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। তারা যদি নিজেদের চোখের সামনে একটি ব্যাংক ধ্বংস হতে দেন, তবে এর দায় তাদেরই।”
গভর্নরের এই মন্তব্য বিনিয়োগকারীদের মধ্যে আলোচনার সৃষ্টি করতে পারে, তবে এটি স্পষ্টভাবে জানিয়েছে যে, শেয়ারবাজারে বিনিয়োগের ঝুঁকি বিনিয়োগকারীদের নিজস্ব বিষয় এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
FAQ:
1. গভর্নর শেয়ারবাজারের ঝুঁকি সম্পর্কে কী বললেন?
গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীরা নিজের ঝুঁকি নেন এবং এটি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয়।
2. বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কীভাবে সাহায্য করবে?
বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করবে, শেয়ারবাজারের ঝুঁকি নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা নেই।
3. শেয়ারবাজারে কিছু ব্যাংকের আর্থিক প্রতিবেদন বিলম্বের কারণ কী?
বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা প্রয়োগ করছে, যার কারণে কিছু ব্যাংক তাদের প্রতিবেদন সময়মতো প্রকাশ করতে পারছে না।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন