ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

লোকসানে ডুবছে পিপলস লিজিং, বাড়ছে দায়ের পাহাড়

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৫ ১০:৩৫:৩৪
লোকসানে ডুবছে পিপলস লিজিং, বাড়ছে দায়ের পাহাড়

নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম তিন মাসে আশার আলো তো দূরের কথা, আরও গভীর লোকসানে ডুবেছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এক সময় যাদের নামের সঙ্গে ভরসা ছিল জুড়ে, আজ তাদের ব্যালেন্স শিট যেন শুধুই সংকেত দিচ্ছে সঙ্কটের।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় আরও বেশি—তখন লোকসান ছিল ২ টাকা ৯৮ পয়সা। লোকসানের এই ব্যবধান শুধু সংখ্যায় নয়, আস্থার সূচকেও ধাক্কা।

এতেই শেষ নয়। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (OCFPS) হয়েছে মাইনাস ২৬ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ইতিবাচক ৩০ পয়সা। অর্থাৎ, অপারেশনাল দিক থেকেও কোম্পানিটির অবস্থান পিছিয়ে পড়েছে স্পষ্টভাবে।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (NTA) দাঁড়িয়েছে ১৫২ টাকা ৯৬ পয়সা। বিনিয়োগকারীদের কাছে যা এক ধরনের লাল সঙ্কেত—এ দায়ের বোঝা কাঁধে নিয়ে ভবিষ্যতের পথে হাঁটাটা নিঃসন্দেহে কঠিন।

প্রসঙ্গত, বহুদিন ধরেই পিপলস লিজিং এক ধরনের অস্তিত্ব সংকটে ভুগছে। আদালতের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান, নানা পুনর্গঠন পরিকল্পনা—সব মিলিয়ে কোম্পানিটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত পথে এগোচ্ছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির নাম এখন যেন ‘লিজিংয়ের’ চেয়ে বেশি ‘লোকসানের’ প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

জামাল/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ