ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

গ্রেপ্তার হয়ে ডিবিতে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ১৮ ১৭:৪২:১৫
গ্রেপ্তার হয়ে ডিবিতে নুসরাত ফারিয়া

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক, ভাটারা থানার হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জন্য রোববারটা রুপালি পর্দার নয়, বাস্তব জীবনের এক নাটকীয় মোড় নিয়ে হাজির হলো। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ইমিগ্রেশন চেকিংয়ের সময়ই থামিয়ে দেয় পুলিশ। এরপর আর বিমানে ওঠা হয়নি, তাকে নেওয়া হয় সরাসরি গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে।

দুপুরের পরপরই ইমিগ্রেশন পুলিশ ফারিয়াকে আটক করে। পরে জানা যায়, রাজধানীর ভাটারা থানায় করা এক হত্যা প্রচেষ্টা মামলায় তিনি আসামি। তাকে গ্রেপ্তার দেখিয়ে ভাটারা থানায় নেওয়া হলেও সেখানে রাখা হয়নি। বিকেল পৌনে ৫টার দিকে তাকে ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “নুসরাত ফারিয়াকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। কেন তিনি দেশ ছাড়ছিলেন, তা জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ, আসামি তিন শতাধিক

ফারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এনামুল হক নামে এক ছাত্রনেতা। এজাহারে অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় তাকে গুলি করে ও পিটিয়ে হত্যাচেষ্টা করা হয়। ওই ঘটনার পর দীর্ঘ সময় গড়ালেও, সরকার পরিবর্তনের পর আদালতের নির্দেশে তিনি মামলা দায়ের করেন।

এ মামলায় তারকাদের পাশাপাশি রাজনীতিবিদ, আমলা ও অজ্ঞাত পরিচয়ের বহু ব্যক্তির নাম উঠে এসেছে। আসামির তালিকায় রয়েছেন—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭ জন চলচ্চিত্র তারকা। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের ২৮৩ জন সদস্য এবং আরও তিন থেকে চার শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ রয়েছে, এজাহারনামীয় আসামিরা আন্দোলন দমনে অর্থ জুগিয়েছেন এবং সহিংসতা চালানোর নির্দেশ দিয়েছেন। গুলিতে এনামুল হকের ডান পায়ে আঘাত লাগলে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

নায়িকা থেকে হেফাজতে: অপেক্ষায় নতুন অধ্যায়

সিনেমায় বহুবার ধরা পড়েছেন বিপদে-আপদে, কিন্তু বাস্তবে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে—বোধহয় ভাবেননি নুসরাত ফারিয়া। এখন তিনি রয়েছেন ডিবির হেফাজতে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই মামলা নিয়ে তদন্ত কতদূর যায়, কিংবা নায়িকার ভবিষ্যৎ গতি কোন দিকে মোড় নেয়—তা এখন সময়ই বলে দেবে।

FAQ (প্রশ্নোত্তর):

প্রশ্ন: নুসরাত ফারিয়াকে কেন গ্রেপ্তার করা হয়েছে?

উত্তর: রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যা প্রচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

প্রশ্ন: কোথা থেকে গ্রেপ্তার করা হয় তাকে?

উত্তর: থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

প্রশ্ন: মামলাটি কে দায়ের করেছেন?

উত্তর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এনামুল হক এই মামলাটি দায়ের করেছেন।

প্রশ্ন: মামলায় আর কারা আসামি?

উত্তর: নুসরাত ফারিয়াসহ অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খান, শেখ হাসিনাসহ ৩০০-এর বেশি ব্যক্তি আসামি।

তানিয়া বৃষ্টি/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ