সুখবর: দাম কমছে এলএনজি ও জ্বালানি তেলের

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘিরে ভোক্তার জন্য মিশ্র বার্তা
নিজস্ব প্রতিবেদক: আগামী ২ জুন বাজেটের দিন। জাতীয় সংসদের অধিবেশনে টেলিভিশন ও বেতারে সম্প্রচারিত হবে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কণ্ঠে উঠে আসবে নতুন অর্থবছরের রাজস্ব কাঠামো ও করনীতির খসড়া। তার আগেই ফাঁস হতে শুরু করেছে বাজেট ভাবনার কিছু কিছু ধারা—যেখানে কিছু পণ্যে স্বস্তির পরশ, আবার কিছুতে রয়েছে খরচ বাড়ার আশঙ্কা।
এলএনজিতে মিলতে পারে 'গ্যাস ছাড়'
এবারের বাজেটে গৃহস্থালি ও শিল্পখাতে ব্যবহৃত এলএনজির আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। পাশাপাশি বাদ পড়তে পারে ২ শতাংশ অগ্রিম করও। শুধু আমদানি নয়—এলএনজির বেচাকেনায়ও রয়েছে একাধিক স্তরের কর, যার বোঝা বইতে হয় সরাসরি গ্রাহককে। ভ্যাট কমলে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে গ্যাস নির্ভর শিল্প এবং শহরের লাখো পরিবার।
জ্বালানিতে লাগাম টানার চেষ্টা
অপরিশোধিত জ্বালানি তেলে শুল্ক ৫ শতাংশ থেকে নামিয়ে ১ শতাংশে নামানোর প্রস্তাব এবং অন্যান্য জ্বালানি পণ্যে ১০ শতাংশ থেকে ৩ শতাংশে নামানোর উদ্যোগ নিলে জ্বালানির বাজারেও কিছুটা শীতল হাওয়া বইতে পারে। এতে পাম্পের তেলের দাম কমার সম্ভাবনা থাকায় পরিবহন ব্যয়েও স্বস্তির ইঙ্গিত মিলছে।
নির্মাণ খাতে পড়বে রডের বাড়তি চাপ
যেখানে কিছু খাতে দেওয়া হচ্ছে ছাড়, সেখানে নির্মাণ খাতে শুল্কের ঘানি আরও ভারী হওয়ার আভাস। রড আমদানি ও উৎপাদনে বাড়ছে অগ্রিম আয়কর ও ভ্যাট—প্রায় ২০ থেকে ২৩ শতাংশ পর্যন্ত। এই বাড়তি করের কারণে রডের দাম প্রতি টনে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। ফলে বিপাকে পড়বেন গৃহ নির্মাতা ও আবাসন খাতের ব্যবসায়ীরা।
রিকশার চাকা ঘুরবে ধীরে?
যানজট আর দুর্ঘটনার অভিযোগে বিতর্কিত ব্যাটারিচালিত রিকশা এবার বাজেটে পড়তে যাচ্ছে ‘শুল্ক ফাঁদের’ মুখে। এসব রিকশায় ব্যবহৃত ১২০০ ওয়াট ডিসি মোটরে শুল্ক ১ শতাংশ থেকে এক লাফে ১৫ শতাংশে তোলার প্রস্তাব আসছে। দাম বাড়বে রিকশার, চাপে পড়বেন চালক ও মালিকরা।
পরিবেশবান্ধব পণ্যে উৎসাহ, প্লাস্টিকে কড়া বার্তা
ভ্যাট ছাড়ের সুখবর এসেছে মাটির ও পাতার তৈরি জিনিসপত্রে। বর্তমানে ১৫ শতাংশ ভ্যাটযুক্ত এসব ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক পণ্যে কর প্রত্যাহার করলে বাড়তে পারে ব্যবহারের আগ্রহ। বিপরীতে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যে দ্বিগুণ ভ্যাট বসাতে চায় সরকার। চা-কফির কাপ, প্লাস্টিক প্লেট ও বাটি—সবকিছুর দাম বাড়বে। তবে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যে ভ্যাট না বসানোর প্রস্তাব এসেছে।
গণপরিবহনে স্বস্তি
পরিবহন খাতে এবার কিছুটা আলো। ১৬ থেকে ৪০ আসনের বাসে আমদানি শুল্ক কমে হতে পারে ৫ শতাংশ। মাইক্রোবাসেও থাকছে শুল্ক কমানোর ইঙ্গিত। গণপরিবহনকে উৎসাহিত করতে এ উদ্যোগ স্বস্তির বার্তা দিতে পারে নাগরিক জীবনে।
আসছে বাজেট যেন এক পক্ষের কাছে আশীর্বাদ, আরেক পক্ষের জন্য আশঙ্কা। কোথাও কর ছাড়ে জেগে উঠছে স্বস্তির হাসি, কোথাও আবার ভ্যাট আর শুল্কের কাঁধে চাপছে খরচের বোঝা। সব মিলিয়ে, এবারের বাজেট ভোক্তার জন্য এক মিশ্র অনুভূতির খাতা—যার শেষ পাতায় স্পষ্ট হবে ২ জুন, সংসদে ঘোষিত হবে যেদিন নতুন অর্থবছরের স্বপ্ন ও বাস্তবতার ফর্মুলা।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল ও কলেজ ভর্তি নিয়ে জানুন সব কিছু
- ২০২৫ একাদশ শ্রেণি ভর্তি: কোন কলেজে কত জিপিএ লাগবে জানুন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: রেজাল্ট প্রকাশ ও ভর্তি আবেদনের নিয়ম জানুন
- কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু? আবেদন ও ভর্তি ফি জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, টাইগারদের একাদশে ৫ পরিবর্তন
- ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে আবেদন শুরু কবে, জানা যাবে আজ
- এসএসসি ২০২৫ পাসের পর কোন কলেজে কত জিপিএতে ভর্তি নেওয়া হবে?
- ২০২৫ কলেজ ভর্তি: আবেদন ফি, যোগ্যতা, ভর্তি ফি ও ভর্তি নিয়ম-জানুন সব
- কলেজ ভর্তি ২০২৫: বিভাগভিত্তিক সেরা কলেজ তালিকা জেনে নিন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল ও বিশ্লেষণ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি: দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ, দেখুন ফলাফল
- নটর ডেম কলেজ ভর্তি ২০২৫: আবেদন কবে, জিপিএ কত লাগবে জানুন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: শেষ টি-টোয়েন্টিতে টাইগার একাদশে দুই পরিবর্তন
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৪ জুলাই)