ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

সরকারি কর্মকর্তা? এই ৭ বিষয় না মানলে হতে পারেন বিপদে!

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২৮ ১৭:১৫:০২
সরকারি কর্মকর্তা? এই ৭ বিষয় না মানলে হতে পারেন বিপদে!

নিজস্ব প্রতিবেদক: স্বার্থান্বেষী গোষ্ঠী কিংবা বিদেশি বৈরী গোয়েন্দা সংস্থার প্রলোভনে পড়ে সরকারি কর্মকর্তারা যেন প্রতারণার শিকার না হন—এমন সতর্কতার বার্তা দিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। ৮ জুলাই জারি করা একটি চিঠিতে এ বিষয়ে ৭ দফা নির্দেশনা দিয়ে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তাদের সঙ্গে কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী প্রতারণামূলক উপায়ে যোগাযোগের চেষ্টা করে থাকে। অনেকে আবার ভিডিও কল, চ্যাট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনিষ্ঠতার মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এসব প্রতারণামূলক ফাঁদ এড়াতে কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এই চিঠি পাওয়ার পর অনেক মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিজেদের অধীনস্থ দপ্তরগুলোতে সতর্কবার্তা পাঠাতে শুরু করেছে।

চিঠিতে বলা হয়েছে,

"আপনার মন্ত্রণালয়/বিভাগ ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বনের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।"

সরকারি কর্মকর্তাদের জন্য ৭টি নির্দেশনা:

১. সতর্ক থাকুন প্রতারণার ফাঁদ থেকে: কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা অপরিচিত বা সন্দেহজনক যোগাযোগে খুব সতর্ক থাকেন।

২. অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: এমন ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

৩. গোপন তথ্য পেলে সঙ্গে সঙ্গে জানাতে হবে: প্রতারণা বা সন্দেহজনক কিছু বুঝতে পারলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।

৪. সামাজিক যোগাযোগমাধ্যমে পদের তথ্য না প্রকাশের পরামর্শ: নিজের পদবি, দায়িত্ব, কর্মস্থল বা প্রতিদিনের কার্যক্রম ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে প্রকাশ না করার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

৫. প্রলোভনের ভিডিও কল বা চ্যাট এড়িয়ে চলা: ভিডিও কল বা চ্যাটের মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার অনেক নজির রয়েছে। তাই এই ধরনের প্রলোভনমূলক যোগাযোগ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে।

৬. অপরিচিতদের সঙ্গে অতি দ্রুত সম্পর্ক গড়ার প্রবণতা কমাতে হবে: কোনো অল্প পরিচিত ব্যক্তি যেন সহজেই আস্থাভাজন হতে না পারে, সে বিষয়ে সাবধান থাকতে হবে।

৭. গোপন ছবি বা তথ্য শেয়ার নয়: ভিডিও কল বা মেসেজে কোনো ধরনের গোপন ছবি, তথ্য বা ভিডিও শেয়ার করা যাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে প্রতারণার ধরন পাল্টেছে। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের টার্গেট করে অনেক সময় বিদেশি গোয়েন্দা সংস্থা বা সংঘবদ্ধ চক্র নানা কৌশল অবলম্বন করে। তাই এখন শুধু প্রযুক্তির জ্ঞান নয়, ‘সাইবার বুদ্ধিমত্তা’ও জরুরি।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ