ভারতের ম্যাচ জেতানো কনকাশন বদলি বন্ধে আইসিসির নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: ভারতের দুটি ম্যাচ ঘোরানো ‘কনকাশন বদলি’র সিদ্ধান্ত ঘিরে বিতর্ক চলছিল বহুদিন ধরেই। এবার সেই পথ বন্ধ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কনকাশন বদলির নিয়মে আনল কড়াকড়ি। এখন থেকে কনকাশনের নামে ম্যাচের মোড় ঘোরানো যাবে না—এই বার্তাই যেন দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আগেভাগেই জানাতে হবে কনকাশন বদলির তালিকা
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগেই জানাতে হবে তাদের সম্ভাব্য কনকাশন বদলির তালিকা। ম্যাচ চলাকালীন আর ইচ্ছেমতো কাউকে বদলি হিসেবে নামানো যাবে না। এই পরিবর্তন কার্যকর হলে মাঠে ‘যথেচ্ছ বদলি’র সুযোগ আর থাকবে না।
আইসিসি বলছে, এই সিদ্ধান্তের ফলে ঘরের মাঠের দলগুলো আর বিশাল স্কোয়াডের সুবিধা নিয়ে বদলি নিয়ে খেলতে পারবে না। আগেই তালিকাভুক্ত না থাকলে কোনো খেলোয়াড়কে কনকাশন বদলি হিসেবে ব্যবহার করা যাবে না।
কনকাশনে পড়লে খেলায় ফিরতে লাগবে ৭ দিন
এছাড়াও, ম্যাচ চলাকালে যদি কোনো খেলোয়াড় কনকাশনে আক্রান্ত হন, তাহলে অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আইসিসির মেডিকেল অ্যাডভাইজরি কমিটির সুপারিশেই এই নতুন ‘স্ট্যান্ড-ডাউন’ পিরিয়ড যুক্ত করা হয়েছে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত
চলতি বছরের শুরুতে পুণেতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে শিবম দুবে ছিলেন ভারতের অন্যতম ভরসা। শেষ ওভারে জেমি ওভারটনের একটি বাউন্সারে মাথায় আঘাত পান দুবে। যদিও তিনি ইনিংস শেষ করেন এবং ৫৩ রানে রান আউট হন। পরে জানানো হয়, তিনি কনকাশনে আক্রান্ত।
তাঁর বদলে নামানো হয় তরুণ পেসার হর্ষিত রাণাকে। দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, আর রাণা মূলত বোলার। ফলে ভারত কার্যত ব্যাটিং শেষ করে ‘বোলিং স্পেশালিস্ট’ নামিয়ে নেয়। রাণা নিজের ৪ ওভারে তুলে নেন ৩টি উইকেট—লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেটেল ও জেমি ওভারটনকে ফিরিয়ে দেন। ম্যাচ জিতে নেয় ভারত, মাত্র ১৫ রানে।
ইংলিশ অধিনায়ক জস বাটলার তখনই প্রশ্ন তোলেন এই সিদ্ধান্ত নিয়ে। প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন ও মার্ক বাচারও সমালোচনা করেন। বাচার বলেন, "এই সিদ্ধান্ত একেবারেই ভুল।"
একই কৌশল ২০২০ সালেও
২০২০/২১ মৌসুমে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একবার একই কৌশল নেয় ভারত। রভীন্দ্র জাদেজা ইনিংস শেষে কনকাশনে আক্রান্ত হন, তাঁর বদলে বোলিংয়ে নামেন ইউজভেন্দ্র চাহাল। জাদেজা ছিলেন ব্যাটার, চাহাল একজন লেগস্পিনার। সে ম্যাচেও ভারত জিতে নেয়। পরে আইসিসির কনকাশন নীতির স্বচ্ছতা নিয়ে বিতর্ক শুরু হয়।
নতুন নিয়মে বাড়বে স্বচ্ছতা ও সুরক্ষা
নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত হবে, পাশাপাশি কৌশল হিসেবে কনকাশন বদলি ব্যবহারের সুযোগও আর থাকছে না। এটি শুধু ভারত নয়, সব দলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। তবে সম্প্রতি যেহেতু বিতর্কের কেন্দ্রে ছিল ভারত, তাই অনেকেই মনে করছেন—আইসিসির এই পরিবর্তন মূলত সেই ঘটনাগুলোরই প্রতিক্রিয়া।
আইসিসির নতুন কনকাশন নিয়মে খেলোয়াড় বদলির ক্ষেত্রেও শৃঙ্খলা আনতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। এখন আর ‘সুযোগ বুঝে বদলি’ নয়, বরং আগেভাগেই ঠিক করা খেলোয়াড়কেই নামাতে হবে। ভারতের দুই বিতর্কিত বদলির পর এই সিদ্ধান্ত যেন এক ধরনের ‘বার্তা’—খেলার নিয়ম মানেই কৌশল নয়, এর মধ্যে আছে নৈতিকতার জায়গাও।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি